তারকা পেসার জাহানারা আলম হাতের ইনজুরিতে পড়েছেন।
বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে কোয়ালিফায়ারের ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা খেল নিগার সুলতানা জোতির দল। ইনজুরির কারণে ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম এবং করোনা পজিটিভ হয়েছেন টাইগ্রেস ব্যাটার ফারজানা হক পিংকি।
বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অনুশীলন চলাকালে ডান হাতে চোট পান নারী দলের তারকা পেসার জাহানারা। জানা গেছে, তার হাতে দুটো সেলাই লাগবে। এদিকে, তার বদলে স্কোয়াডে নেয়া হয়েছে ফারিহা ইসলাম তৃষ্ণাকে।
অন্যদিকে, ব্যাটার ফারজানা হক পিংকি কোভিড পজিটিভ হয়েছে। কোভিড প্রটোকল অনুযায়ী তার চিকিৎসা চলবে। তার বদলে ডাকা হয়েছে সোহাইলি আক্তারকে। জানা গেছে পরিবর্তিত দুই ক্রিকেটার শনিবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবিতে দলের সঙ্গে যোগ দেবেন।
বিশ্বকাপ বাছাইয়ে কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। এ ছাড়া গ্রুপ ‘বি’-তে রয়েছে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পিএনজি ও সংযুক্ত আরব আমিরাত।
কঠিন গ্রুপে পড়লেও ফেভারিট হিসেবেই খেলতে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে চার কোয়ালিফায়ারের তিনটিতেই কোয়ালিফাই করেছে লাল-সবুজের দল।
গ্রুপপর্বে শীর্ষ দুইয়ে থাকলে সেখান থেকে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিতে পারবে বাংলাদেশ। সেখান থেকে ফাইনালের টিকিট কাটতে পারলে মিলবে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার সুযোগ।
এদিকে, স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ছাড়াও বিশ্বকাপে নিজেদের জায়গা আগেই নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। বাছাইপর্ব থেকে আরও দুই দল জায়গা পাবে মূল পর্বে।
গ্রুপ পর্বে বাংলাদেশের সূচি
১৮ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড
১৯ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম স্কটল্যান্ড
২১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র