স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জেলা ও উপজেলা পর্যায়ে অনিবন্ধিত সব ক্লিনিক বন্ধ করতে হবে। জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। কাউকে জনগণের স্বাস্থ্য নিয়ে ব্যবসাও করতে দেয়া হবে না। এমনকি নিবন্ধিত ক্লিনিকগুলোতেও পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত ‘৫-১১ বছরের শিশুদের কোভিড-১৯ টিকা কার্যক্রম বিষয়ক জাতীয় অ্যাডভোকেসি ওয়ার্কশপ’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, কোনো স্বাস্থ্যপ্রতিষ্ঠান যদি সঠিক নিয়মে সেবা না দেয়, তাহলে আমরা তাদের কার্যক্রম বন্ধ করে দেব। ইতোমধ্যে প্রায় দুই হাজার হাসপাতাল-ক্লিনিক বন্ধ করা হয়েছে। কিছু কিছু প্রতিষ্ঠানকে নোটিশ দেয়া হয়েছে; তারা যদি লাইসেন্স নবায়নের পাশাপাশি জনবল ও যন্ত্রপাতি ঠিক রাখে তাহলে তাদের কাজ করার সুযোগ দেয়া হবে।
এ সময় মন্ত্রী আরও জানান, আগামী ১১ অক্টোবর থেকে জেলা ও উপজেলা পর্যায়ে শুরু হবে ৫ থেকে ১১ বছরের শিশুদের কোভিড টিকাদান কার্যক্রম। দেশের ২ কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৭৩৭ শিশুকে টিকার আওতায় আনা হবে।
অনুষ্ঠানে ৬৪ জেলার সিভিল সার্জন ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। তাদের বিষয়টি অতি দ্রুত ও কঠোর নিয়মের আওতায় এনে সমাধান করার কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।