বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আবারও নিজেকে ‘বিজেপি’র ঘনিষ্ঠ বলে পরিচিতি দিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিনের শুরুতেই অভাবনীয় শুভেচ্ছার মাধ্যমে আরও একবার প্রমাণ করলেন, মোদিকে তিনি কতটা ভালোবাসেন।
এছাড়া এর আগেও বহুবার কঙ্গনার গলায় উঠে এসেছে মোদির প্রশংসা। ১৭ সেপ্টেম্বর ৭২ বছরে পা রাখলেন মোদি। এর মধ্যেই ইনস্টাগ্রামে দেশের প্রধানকে শুভেচ্ছা জানালেন কঙ্গনা। আর তাকে নিয়ে কঙ্গনা লিখলেন, ‘এই বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ’। সঙ্গে যোগ করলেন ‘অমরও’।
এক ইভেন্টে দুজনের তোলা ফোটো শেয়ার করেছেন কঙ্গনা রানাওয়াত সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী @narendramodi হ্যাপি বার্থ ডে। একজন বাচ্চা যে রেল স্টেশনে চা বিক্রি করত, সেখান থেকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল মানুষ হয়ে ওঠা, কি অসাধারণ জার্নি। আপনার জীবন আরও লম্বা হোক। রামের মতো, কৃষ্ণের মতো, গান্ধির মতো, আপনি অমর। আপনি সারাজীবন এই জাতির চেতনায় খোদিত থাকবেন। আপনার উত্তরাধিকার কেউ মুছে দিতে পারবে না, আর তাই তো আমি আপনাকে লিজেন্ড বলি। আপনাকে আমাদের নেতা হিসেবে পেয়ে নিজেকে সৌভাগ্যবতী মনে করি।’
এদিকে কঙ্গনার শেয়ার করা ছবিটি ২০১৮ সালের। যখন মোদির সঙ্গে দেখা হয়েছিল তার দিল্লির এক ইভেন্টে, সঙ্গে লিরিসিস্ট প্রসূন জোশি। ফ্লোরাল শাড়ি পরে সেখানে এসেছিলেন। সেদিন কঙ্গনাকে বলতে শোনা গিয়েছিল, ‘তার সাফল্যের গল্পের কারণে আমি খুব বড় ভক্ত হয়ে উঠেছি। একজন তরুণী হিসেবে আমি বিশ্বাস করি যে আমাদের একজন ভালো রোল মডেলের দরকার। একজন চায়ওয়ালা আজ আমাদের প্রধানমন্ত্রী, এটা শুধু তার জয় নয়। আমাদের গণতন্ত্রের জয়। আমি মনে করি উনিই সেরা রোল মডেল।’
আলোচিত এই অভিনেত্রী বর্তমানে অপেক্ষায় আছেন ‘ইমার্জেন্সি’ মুক্তির। এই সিনেমা পরিচালনা-প্রযোজনার পাশাপাশি ইন্দিরা গান্ধির চরিত্রে অভিনয়ও করছেন তিনি। এছাড়াও রয়েছেন জয়প্রকাশ নারায়ণের চরিত্রে অনুপম খের, পুপুল জায়াকারের চরিত্রে মহিমা চৌধুরী, অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় শ্রেয়স তালপাড়ে। এছাড়াও সিনেমা নিয়ে কঙ্গনা আগেই বলে রেখেছেন ইমার্জেন্সি কোনো বায়োপিক না, এটা একটা রাজনৈতিক ছবি।
সূত্র: হিন্দুস্তান টাইমস