ছবি সংগৃহীত
আবুধাবি টি-টেন লিগের ৬ষ্ঠ আসরের ড্রাফটে রয়েছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। এবারই প্রথম তামিমের নাম ড্রাফটে এসেছে এমনটা নয়। এর আগেও সংযুক্ত আরব আমিরাতের টি-টেনে খেলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
তামিমকে সংযুক্ত আরব আমিরাতের টি-টেনের ড্রাফটে রাখার বিষয়টি এক টুইটে নিশ্চিত করেছে টি-টেন লিগ কর্তৃপক্ষ। যদি তামিম দল পান, তবে মাঠে দেখা যাবে দেশসেরা এই ওপেনারকে।
এদিকে, তামিম ছাড়াও প্লেয়ার্স ড্রাফটে নাম আছে জেসন রয়, ডেভিড মালান, নাজিবউল্লাহ জাদরান, রেজা হেন্ড্রিক্স এবং জেমস ভিন্সের। তামিম এর আগে একবারই টি-টেন লিগে খেলেছেন, ২০১৭ সালে। পাখতুনসের হয়ে সেই মৌসুমে ৩ ম্যাচে মোট ৮১ রান করেন। টি-টেনের পরবর্তী আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর।
আগামী ২৩ নভেম্বর শুরু হবে টি-টেন লিগের এবারের আসর। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।