আগামী ২৫ ও ২৮ সেপ্টেম্বর সুইজারল্যান্ড ও পর্তুগালের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ খেলবে স্পেন। কাতার বিশ্বকাপের আগে এ দুটিই তাদের শেষ আন্তর্জাতিক ম্যাচ। এই দুই ম্যাচের জন্য অভিনব এক পদ্ধতিতে দল ঘোষণা করেছেন স্পেনের জাতীয় দলের কোচ লুইস এনরিকে।
সাধারণত কোচরা দল ঘোষণা করে থাকে সংবাদ সম্মেলন ডেকে। তবে এবারের দল ঘোষণায় স্পেন কোচ এনরিকে এক ভিন্ন পদ্ধতি বেছে নিয়েছেন। সাইকেল চালাতে চালাতে দল ঘোষণা করেছেন তিনি। ২৫ সদস্যের দল ঘোষণার সময় বেড়েছে সাইকেল চালানোর গতিও।
দল ঘোষণার সময় একটি ভিডিও প্রকাশ করা হয়। সে ভিডিওতে দেখা যায়, এনরিকে লাল-হলুদ পোশাক পরে সাইকেল চালাচ্ছেন। প্যাডেলে পা চালাতে চালাতে খেলোয়াড়দের নাম বলে যাচ্ছেন এক এক করে। ড্রোন দিয়ে নেয়া সেই ভিডিও শটে একে একে পর্দায় নাম উঠে আসে খেলোয়াড়দের। ছয়জন বার্সেলোনার খেলোয়াড়কে দলে রেখেছেন স্প্যানিশ কোচ। এ ছাড়াও লিডস ইউনাইটেড থেকে ডিয়েগো লরেন্তে, ভিলারিয়াল থেকে পাউ তোরেস এবং ভ্যালেন্সিয়া থেকে হুগো গুইলার্নকে দলে সুযোগ দিয়েছেন তিনি।
তবে দলে চমকও রেখেছেন এনরিকে। ১৯ বছর বয়সী আনসু ফাতি, পিএসজির ডিফেন্ডার রামোস এবং ইগো আসপাসকে দলে না রাখায় প্রশ্নের মুখেও পড়েছেন তিনি। তবে কোচ এনরিকে জানিয়েছেন, ফাতি, রামোস বা ইগো আসপাস– এখনও সবার জাতীয় দলে ফেরার সুযোগ আছে। তাদের দরজা এখনও বন্ধ হয়ে যায়নি।
নেশনস লিগের জন্য স্পেনের দল
উনাই সাইমন, সানচেজ, রায়া, ড্যানি কারভাজাল, এরিক গার্সিয়া, জর্দি আলবা, সেসার আজপিলিকুয়েটা, ডিয়েগো লরেন্টে, ফেরান টরেস, জোসে গায়া, হুগো গুইলার্ন, হার্নান্দেজ, সার্জিও বুসকেটস, কোকে, গাভি, কার্লোস সোলার, পেদ্রি, লরেন্টে, আলভারো মোরাতা, ইগলেসিয়াস, টরেস, পাবলো সারাবিয়া, উইলিয়ামস, সার্জিও অ্যাসেনসিও, পিনো