রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড লিজেন্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ লিজেন্ডস। শনিবার
নিয়মিত অধিনায়ক শাহাদাত হোসেন রাজিব খেলছেন না। তার পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন মোহাম্মদ শরিফ।
কিংবদন্তিদের টুর্নামেন্টে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ লিজেন্ডসের। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসের বিপক্ষে ৬ উইকেটে হেরে আসর শুরু করে তারা। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের।
যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত রানের খাতা খোলার আগেই উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই কাইল মিলসের শিকার হয়ে ফিরে গেছেন নাজিমউদ্দিন। ৮ রানে এক উইকেট হারিয়ে ব্যাট করছে বাংলাদেশ লিজেন্ডস।
বাংলাদেশ একাদশ
নাজিমউদ্দিন, আফতাব আহমেদ, খালেদ মাসুদ, আবদুর রাজ্জাক, মেহরাব হোসেন, ধীমান ঘোষ, মোহাম্মদ শরিফ (অধিনায়ক), অলক কাপালি, ইলিয়াস সানি, আবুল হাসান ও ডলার মাহমুদ।