ছবি সংগৃহীত
গোল করার পর ব্রাজিলিয়ানদের আমুদে উদ্যাপনও বেশ বিখ্যাত। তেমনি এক উদ্যাপন করার ফলে বর্ণবাদীর শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। টেলিভিশন অনুষ্ঠানে গিয়ে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াসকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছেন স্প্যানিশ ফুটবল এজেন্ট পেদ্রো ব্রাভো। তার এমন নাচকে ‘মাঙ্কি ড্যান্স’ বলে অসম্মান করেছেন ব্রাভো। তবে এমন বর্ণবাদী আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন নেইমার-পেলেসহ আরও অনেক ব্রাজিলিয়ান ফুটবলার।
লা লিগায় গত রোববার মায়োর্কার বিপক্ষে রিয়ালের ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করার পর ভিনিসিউসের নেচে উদ্যাপনের সমালোচনা করেন স্প্যানিশ ফুটবল এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পেদ্রো ব্রাভো। ২২ বছর বয়সী এই ফুটবলারকে তুলনা করেন বানরের সঙ্গে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) টেলিভিশনে লাইভ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
শুধু তিনিই নন, এর আগে অ্যাতলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার কোকে বলেছিলেন, ওয়ান্দা মেত্রোপলিতানোয় ভিনিসিউস ওভাবে নেচে উদ্যাপন করলে সমস্যা হবে। ব্রাভোকে তার বর্ণবাদী মন্তব্যের জন্য তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। মুহূর্তেই তার মন্তব্যের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর আসতে থাকে নানা প্রতিক্রিয়া। ব্রাভো অবশ্য দ্রুতই ক্ষমা চান টুইটারে। তিনি দাবি করেন, তার মন্তব্যটি ছিল ‘রূপক অর্থে।’
ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিউক্যাসল ইউনাইটেডে খেলা ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গুইমারেস বলেছেন, ‘এই স্টুপিডটাকে এখনই এই জায়গা থেকে বের করে দেয়া উচিত এবং তাকে গ্রেফতার করা উচিত। একবার ভাবুন এই লোকটা টিভিতে গিয়ে এসব কথা বলছে, বাহিরে তাহলে কী বলে এবং ভাবে।’
এদিকে ইনস্টাগ্রামে নেইমার জুনিয়র তার ব্রাজিলিয়ান সতীর্থ ভিনি জুনিয়রকে সাম্বা নৃত্য চালিয়ে যেতে বলেছেন, ‘নাচো ভিনি জুনিয়র। ড্রিবলিং করো, নাচো এবং নিজের মতো থাকো। যেভাবে আছো সেভাবেই খুশি থাকো। এগিয়ে যাও। পরে গোল করে আমরা একসঙ্গে নাচব।’
ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলেও এর প্রতিক্রিয়া দেখিয়েছেন। তার ভাষ্য, ‘ফুটবল একটা আনন্দের উপলক্ষ। এটা একটা নাচ। এটা একটা উৎসব। যদিও এখনো বর্ণবাদ পৃথিবীর বুকে আছে, সেটাকে আমাদের হাসি বন্ধ করতে দেব না আমরা। আমরা হাসতে থাকব, এভাবেই আমরা বর্ণবাদ মোকাবিলা করতে থাকব। আমরা আমাদের খুশি থাকার অধিকারের জন্য লড়াই করছি।’
স্প্যানিশ ফুটবলে বর্ণবাদ নতুন কোনো বিষয় নয়। ভিনিসিয়াস জুনিয়র এর আগেও বর্ণবাদের শিকার হয়েছেন। গত বছরের এল ক্লাসিকোয় তিনি বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন।