কুমিল্লার মনোহরগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও ঢাকার বনানীতে তাবিথ আউয়ালসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
রোববার (১৮ সেপ্টেম্বর) দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে তিনি বলেন, এ হামলা প্রমাণ করে সরকার অবৈধ ক্ষমতা হারানোর ভয়ে কতটা বেপরোয়া হয়ে উঠেছে।
মান্না বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ওপর সস্ত্রীক নৃশংস হামলা চালানো হয়েছে। তাদের সঙ্গে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন নেতাকর্মী। তারা কোনো রাজনৈতিক কর্মসূচিতে ছিলেন না। চায়ের দোকানে ঢুকে তাদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ক্যাডাররা। বনানীতে মোমবাতি প্রজ্বালনের মতো কর্মসূচি শেষে ফেরার পথে পেছন থেকে অতর্কিত হামলা চালানো হয়েছে তাবিথ আউয়ালসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের ওপর।
আওয়ামী লীগ এখন একটা সন্ত্রাসী সংগঠন। তারা হামলা, মামলা, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে বিরোধী রাজনৈতিক শক্তি এবং জনগণকে ভয় দেখিয়ে ২০১৪ এবং ২০১৮ সালের মতো আরেকটি প্রহসনের মাধ্যমে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায়।
গণতন্ত্র মঞ্চের এ শীর্ষ নেতা বলেন, এভাবে ভয় দেখিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বন্ধ করা যাবে না। সরকার এবং সরকারি দলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা ঠেকানোর ক্ষমতা এই ভোট ডাকাত সরকার এবং তাদের দোসরদের নেই। এ সরকার আন্তর্জাতিকভাবেও স্বৈরাচার এবং দখলদার হিসেবে স্বীকৃত। বিশ্বের কোনো গণতান্ত্রিক শক্তি এই ফ্যাসিবাদী সরকারের পক্ষে নেই।
সকল বিরোধী শক্তি এবং দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী সরকার এবং তার দোসরদের প্রতিহত করার আহবান জানান তিনি।