কুমিল্লার মনোহরগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় আহত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে দেখতে হাসপাতালে গিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তারা। এ সময় তারা চিকিৎসকদের কাছ থেকে বরকত উল্লাহ বুলুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পাশে কিছুক্ষণ থাকেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ১৭ সেপ্টেম্বর বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে বরকত উল্লাহ বুলু ও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হন বুলুর স্ত্রী শামীমা বরকত, বিপুলাসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেন।
ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।