টালিউডের সুপারস্টার দেব। একাধিক হিট সিনেমার নায়ক প্রযোজনায়ও দেখিয়েছেন মুনশিয়ানা। সম্প্রতি মুক্তির অপেক্ষায় আছে তার প্রযোজিত ‘কাছের মানুষ’ সিনেমা। এ সিনেমায় দেবের সঙ্গে দেখা যাবে প্রসেনজিৎকে।
সিনেমার প্রচারণার অনুষ্ঠানে গিয়ে দর্শকের নজর কাড়তে স্ট্যান্ডআপ কমেডি করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এরপর আসে দেবের পালা। কমেডি করতে এসে দেব জীবনের নানান পর্যায়ের কথা অর্থাৎ সাফল্য, ব্যর্থতা, ট্রল-কটাক্ষ সব নিয়েই অনর্গল বলে গেছেন। এসব প্রসঙ্গ কমেডিতে টেনে এনে শেষে বলেন, ‘জিৎ সবারই হয়। কিন্তু দেব একটাই।’
দেবের কথায় উপস্থিত দর্শকের হাততালির ঝড় বয়ে যায়। অনেকে ভাবতে বসে যান এই বুঝি শুরু হলো নতুন বিতর্ক। আর তখনই সবাইকে থামিয়ে দিয়ে দেব বলে ওঠেন, এমন মন্তব্য তিনি কখনো করেননি। নিজের বিনয়ী স্বভাবের বর্ণনা দিতে গিয়ে এ প্রসঙ্গ তোলেন তিনি। জানান, অভিনেতা এবং প্রযোজক হিসেবে একাধিক সফল সিনেমা করেও কখনো গর্ব করেননি।
জীবন-মৃত্যুর দড়ি টানাটানিতে লাভ-ক্ষতির অঙ্ক কষবে পথিকৃৎ বসুর ‘কাছের মানুষ’। বলবে সম্পর্কের টানাপড়েনের আখ্যান। দেব এবং প্রসেনজিৎ ছাড়াও এ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ইশা সাহা ও সুস্মিতা চট্টোপাধ্যায়কে।