ঢালিউড কুইন অপু বিশ্বাস। দীর্ঘ দেড় যুগ ধরে সিনেমায় কাজ করছেন তিনি। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছেন। মাঝে কিছুটা বিরতি দিয়ে এখন আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন। ২০২১-২২ অর্থবছরের ‘লাল শাড়ি’ সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন অপু বিশ্বাস। তার সেই সিনেমায় চুক্তিবদ্ধ হলেন অভিনেতা ও কোরিওগ্রাফার গৌতম সাহা।
ফ্যাশন কোরিওগ্রাফির পাশাপাশি নাটক, সিনেমায় সমানতালে কাজ করছেন গৌতম সাহা। দেশের পাশাপাশি ওপার বাংলায়ও বেশ কিছু কাজ করেছেন তিনি। সম্প্রতি তার অভিনীত ‘আজকের শর্টকাট’ কলকাতায় মুক্তি পেয়েছে।
সরকারি অনুদানপ্রাপ্ত ‘লাল শাড়ি’ সিনেমাটি অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে নির্মিত হবে। সিনেমাটির পরিচালনায় থাকছেন বন্ধন বিশ্বাস। প্রযোজনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন অপু বিশ্বাস। তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক সাইমন সাদিককে।