ছবি: সংগৃহীত
ভারতীয় কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তব বুধবার (২০ সেপ্টেম্বর) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। টানা ৪১ দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন রাজু। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দাহ করা হয় রাজু শ্রীবাস্তবকে।
তার স্ত্রী শিখা শ্রীবাস্তব শেষ দিন পর্যন্তও আশা রেখেছিলেন। কিন্তু রাজু চলে গেছেন না ফেরার দেশে। স্বামীকে শেষবিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন শিখা। স্বামীর মরদেহ জড়িয়ে ধরেই কাঁদতে থাকেন শিখা। তাকে থামানো যাচ্ছিল না কিছুতেই। দিল্লির নিগামবোধ ঘাটে যখন রাজুর নশ্বর দেহ ছাই হয়ে যাচ্ছে তখন ছেলেও সামলাতে পারেননি নিজেকে।
রাজু শ্রীবাস্তব ট্রেডমিল করার সময়ে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ভেন্টিলেশনে কৃত্তিম উপায়ে শ্বাসপ্রশ্বাস চালু রাখার চেষ্টা করা হয়েছিল। তিনি যে আশঙ্কাজনক সে কথা বারেবারেই জানাচ্ছিলেন চিকিৎসকরা।
রাজুর খবর নিতে তার স্ত্রীকে ফোন করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু মোদিই নন কৌতুকশিল্পী কেমন আছেন তা জানতে ফোন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। অনুরাগীরাও এক মনে করছিলেন প্রার্থনা। মাঝে খবর এসেছিল তিনি ভালো আছেন। ক্রমে সুস্থতার দিকে এগোচ্ছেন। তবে সে সব প্রার্থনাকে বিফল করে হার মানলেন রাজু। চলে গেলেন না ফেরার দেশে।
কমেডি দুনিয়ায় পরিচিত নাম রাজু। তার ভক্তসংখ্যাও অনেক। ‘বিগবস’ থেকে শুরু করে ‘কপিল শর্মা’র শো– এ সবেই নিজের অবদান রেখেছেন রাজু। সম্প্রতি ‘ইন্ডিয়া’জ লাফটার চ্যাম্পিয়ন’-এও বিশেষ অতিথি হিসেবে দেখা গিয়েছিল তাকে। বেশ কিছু বলিউড সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ , ‘বাজিগর’-এর মতো সুপারহিট সিনেমাতে দেখা গিয়েছে তাকে।