ছবি: সংগৃহীত
তারকা বাবা-মায়ের সুবাদে হরহামেশগাই লাইমলাইটে থাকেন তাদের সন্তানরাও। কোথায় আছেন, কী করছেন এসব জানতে এসব উৎসাহ দেখান আমজনতারাও।
বেশ কিছুদিন থেকেই প্রেমের সম্পর্কে ছিলেন আমিরকন্যা ইরা। এবার সেই প্রেমের এক ধাপ এগিয়ে গেল। প্রেমিক নূপুর শিখারের সঙ্গে বাগদান হলো ইরার।
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ইরা। সেখানে দেখা গেছে, ইরার সামনে এসে হাঁটু গেড়ে বসে তাকে প্রেমনিবেদন করছেন নূপুর। প্রস্তাবে রাজি হয়ে ইরা বললেন, ‘হ্যাঁ।’ তার পরই ইরার আঙুলে আংটি পরিয়ে দিলেন শিখারে। সেই সময় হাততালিতে ফেটে পড়ল চারপাশ।
আর ভিডিও প্রকাশ্যে আসতেই খুশি তাদের অনুরাগীরা। শুভেচ্ছাবার্তা জানাচ্ছে অনেকেই। গত দুই বছর থেকেই প্রেমের সম্পর্কে রয়েছেন তারা। চলতি বছরের ৩১ মে ছিল তাদের প্রেমের দ্বিতীয় বার্ষিকী। ঘটনাচক্রে, আমিরের ফিটনেস কোচ শিখারে। আর তার প্রেমেই হাবুডুবু খেলেন ইরা।
প্রেমের ব্যাপারে কোনো লুকোচুরি করেননি আমিরকন্যা। হরহামেশাই প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে। জন্মদিনের পার্টিতে পুরো পরিবারের সঙ্গে ইরার প্রেমিককেও দেখা গেছে। এখন অপেক্ষা, কবে বাজবে আমিরকন্যার বিয়ের সানাই।