ছবি- সংগৃহীত
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। শুক্রবার করাচিতে ইংলিশদের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামে স্বাগতিকরা। সেখানে খেলা চলাকালে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে বিয়ের প্রস্তাব দেন এক তরুণী ভক্ত।
গ্যালারিতে উপস্থিত সেই তরুণী একটি প্ল্যাকার্ডে লিখে বাবরের দৃষ্টি আকর্ষণ করেন; যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সেই তরুণীর প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘বাবর ক্যান উই কোলাবোরেট ফর অ্যা লং টার্ম।’ যার অর্থ দাঁড়ায়, ‘আমরা কি দীর্ঘমেয়াদি জুটি গড়তে পারি বাবর?’ টিভি স্ক্রিনে এমন প্ল্যাকার্ড দেখে হাসতে থাকেন উপস্থিত ধারাভাষ্যকারও। যদিও তিনি বলেন, ‘এর উত্তর কেবল বাবর নিজেই দিতে পারবেন।’
বিয়ের প্রস্তাব পাওয়ার দিনে অবশ্য হাসেনি বাবরের ব্যাট। মাত্র ৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। তার দলও ইংলিশদের কাছে হেরে যায় ৬৩ রানের বড় ব্যবধানে।