ছবি: সংগৃহীত
ভারতীয় টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ-বগ’। আগামী ১ অক্টোবর থেকে প্রচারিত হবে ‘বিগ-বস’ সিজন ১৬। বরাবরের মত এই সিজনেও সঞ্চালনার দায়িত্বে থাকছেন বলিউড ভাইজান সালমান খান।
রোববার (২৫ সেপ্টেম্বর) প্রকাশ্যে এসেছে বিগ-বসের নতুন সিজনের প্রমো। যেখানে শোয়ের সঞ্চালক বলিউড ভাইজান সালমান খানের দেখা মিললো অন্যভাবে। ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিস্টার ইন্ডিয়া’র খলনায়ক মোগাম্বোর রূপে ধরা দিয়েছেন সালমান। প্রোমোতে সালমান বলেছেন, ‘মোগাম্বো কখনই খুশি হবে না কারণ এখন সবাই বিগ বসকে ভয় পাবে। তার পরিবর্তে বিগ বস সিজন ১৬ এর সাথে খেলা পরিবর্তন হবে, কারণ এখন বিগ বস নিজেও খেলবে।’ এছাড়াও অন্য এক প্রমোতে সালমানকে বলতে শোনা গেছে যে, ‘ ১৫ বছর ধরে বিগ বস সবার গেম দেখছেন, এবার বিগ বস নিজের গেম দেখাবেন’।
এসব দেখে বুঝা যাচ্ছে যে, একেবারেই নতুনভাবে আসতে যাচ্ছে বিগ-বস সিজন ১৬। এবারের সিজনে দেখা যাবে জান্নাত জুবির রেহমানি, মুনাওয়ার ফারুকী, ভিভিয়ান ডিসেনা, কনিকাসহ আরো অনেককে।
এবারের বিগ বস ১৬ সিজনে যে ইঙ্গিতটি পাওয়া যাচ্ছে তা হলো সময় ঘড়ির কাঁটার বিপরীতে চলবে। পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করবে না। এমন পরিস্থিতিতে বলিউড স্টাররা কী করবেন, তা কেউই আগে থেকে আন্দাজ করতে পারছেন না। তাই বিগ বসের ১৬ সিজন টিভি পর্দায় আসার আগ পর্যন্ত দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।