এমন ভুয়া লিগ্যাল নোটিশ পাঠিয়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে অর্থ আদায় করছে একটি চক্র
একটি অসাধু চক্র বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভুয়া লিগ্যাল নোটিশ পাঠিয়ে প্রতারণা করে বিকাশের মাধ্যমে অর্থ আদায় করছে। এ চক্র থেকে সাবধান করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
‘বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন’ নামে একটি অসাধু প্রতিষ্ঠান বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভুয়া লিগ্যাল নোটিশ পাঠিয়ে প্রতারণা করে অর্থ আদায় করছে। অসাধু চক্রটি মামলা দায়ের করার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে অর্থ আদায় করছে।
এবিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন’ নামে কোনো প্রতিষ্ঠান আছে বলে আমার জানা নেই। প্রতারণার মাধ্যমে একটি অসাধু চক্র বিকাশে এ টাকা তুলছে।
এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার বলে মন্তব্য করেছেন তিনি।