ছবি- সংগৃহীত
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগের মধ্যে সবচেয়ে বড় এবং জনপ্রিয় টুর্নামেন্ট হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আদলে ২০১২ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো মাঠে গড়ায় বিপিএল।
প্রথম আসরে খেলা মাঠে গড়ানোর আগে বেশ জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বাংলাদেশের নামকরা ব্যান্ড এলআরবি থেকে শুরু করে বলিউডের তারকা সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ি-শানের মতো তারকারা পারফর্ম করে।
এ নিয়ে বিপিএলের ৮ আসর মাঠে গড়িয়েছে। যেখানে বিসিবির জমকালো আয়োজন বেশ কয়েকবার দেখা গেছে। যেখানে দেশীয় তারকা ছাড়াও পারফর্ম করতে দেখা গেছে বলিউডের সবচেয়ে বড় তারকাদেরও। যার মধ্যে সালমান খান থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্দেজ এমনকি ঋত্বিক রোশনের মতো বড় নাম রয়েছে।
যাদেরকে পারফর্ম করানোর জন্য বড় অঙ্কের অর্থ গুনতে হয়েছে বিসিবিকে। সর্বশেষ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ আর রহমানের মতো তারকাকেও আনতে দেখা গেছে বিসিবিকে। অথচ আসন্ন বিপিএলে খরচ কমানোর লক্ষ্যে কোনো উদ্বোধনী অনুষ্ঠানই রাখবে না কর্তৃপক্ষ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে আলোচনার সময় বিষয়টি নিশ্চিত করেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। যেখানে তিনি সরাসরি বলেন, খরচ কমানোর লক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না।
বিপিএলের নবম আসর শুরু হবে সামনের বছরের ৫ জানুয়ারি থেকে। যা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।