সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে ১০ লাখ টাকা পুরস্কার দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার (২৬ সেপ্টেম্বর) বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে সাবিনাদের এ পুরস্কার দেয় সংগঠনটি।
গত ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের ফুটবল ইতিহাসে সাবিনাদের হাত ধরে দেশের ফুটবলে নতুন সূর্যের উদয় হয়। ১৯ বছরের ট্রফি খরা ঘুচিয়ে নারী ফুটবলাররা বাংলাদেশকে এনে দেয় এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট। নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে প্রথমবার শিরোপা জেতে ছোটনের শিষ্যরা।
বাংলাদেশ নারী ফুটবল দলের এমন গৌরবময় অর্জনকে নানাভাবে স্বীকৃতি দিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন সংগঠন। তারই ধারাবাহিকতায় সম্মিলিত সাংস্কৃতিক জোট বাংলাদেশ নারী ফুটবল দলকে ১০ লাখ টাকা পুরস্কার দেয়। এর আগে সোমবার বিকেল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কৃষ্ণা রানীদের নাচ ও গানের মাধ্যমে বরণ করে নেয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের একটি দল।
এসময় নারী ফুটবলারদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ও কোচ গোলাম রব্বানী ছোটন।