ঘরের মাটিতে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল থেকে বাদ পড়েছেন শারমিন আক্তার সুপ্তা। সুযোগ পেয়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা।
এক বিবৃতিতে সোমবার (২৬ সেপ্টেম্বর) নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে দল ঘোষণা করে বিসিবি।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে জ্যোতিরা। আর তাতে নিশ্চিত হয়েছে আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলা। এবার টাইগ্রেসদের মিশন এশিয়া কাপ। টুর্নামেন্টে বাংলাদেশসহ অংশ নিচ্ছে মোট ছয়টি দল।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের মোকাবিলায় মাঠে নামবে। পয়েন্ট টেবিলের সেরা চার দল পাবে সেমিফাইনালের টিকিট। আগামী ১ অক্টোবর শুরু হয়ে ১৫ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে নারী এশিয়া কাপের অষ্টম আসর। সবগুলো ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ১ অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। এরপর ৩ অক্টোবর পাকিস্তান ও ৬ অক্টোবর মালয়েশিয়ার মোকাবিলায় মাঠে নামবে জ্যোতিরা। ভারতের বিপক্ষে ৮ অক্টোবর, শ্রীলঙ্কার বিপক্ষে ১০ অক্টোবর ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১১ অক্টোবর মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।
এর আগে সবশেষ ২০১৮ সালে মালয়েশিয়ার মাটিতে ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জ্যোতিরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবার লক্ষ্য ঘরের মাটিতে শিরোপা ধরে রাখা। আগের ছয় আসরের সবকটিতে চ্যাম্পিন হয়েছিল ভারত।
বাংলাদেশ দলের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামিমা সুলতানা, ফারজানা আক্তার পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, সালমা খাতুন, লতা মণ্ডল, সোবানা মুসতারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সোহেলি আক্তার ।
স্ট্যান্ডবাই: মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, মারুফা আক্তার, নুজাত তাসনিয়া ও রাবেয়া খান।