আবুধাবি টি-টেন লিগে সাকিবের সঙ্গী হয়েছেন আরও চার বাংলাদেশি ক্রিকেটার। ড্রাফট থেকে সোহান এবং মৃত্যুঞ্জয়কে দলে নিয়েছে বাংলা টাইগার্স, আর মুস্তাফিজ-তাসকিনকে দলে ভিড়িয়েছে টিম আবুধাবি এবং ডেকান গ্ল্যাডিয়েটর্স।
টি-টেন লিগের ড্রাফটে নাম লিখিয়েছিলেন বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার। সেখান থেকে দল পেয়েছেন নুরুল হাসান সোহান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
টি-টেনের ষষ্ঠ আসরে সাকিব আল হাসানকে আগেই আইকন খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে ঘোষণা করে বাংলা টাইগার্স। ড্রাফটের খেলোয়াড়দের মধ্যে সাকিবের দল সবার আগে ডেকে নেয় সোহানকে। মূলত সাকিবের আগ্রহেই বাংলা টাইগার্স তাকে দলে ভেড়ায়। এ উইকেটকিপার ব্যাটারকে ‘সি’ ক্যাটাগরিতে দলে ভেড়ায় তারা। আর ইমার্জিং প্লেয়ার ক্যাটাগরিতে মৃত্যুঞ্জয়কে দলে টানা বাংলা টাইগার্সের মেন্টর নাজমুল আবেদীন ফাহিমের উৎসাহে।
পরে মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় টুর্নামেন্টের স্বাগতিক দলের তকমা পাওয়া টিম আবুধাবি। আর শেষদিকে তাসকিন আহমদের নাম ডেকে সবাইকে চমকে দেয় ডেকান গ্ল্যাডিয়েটর্স।
ড্রাফটে থাকলেও কোন ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টি-টোয়েন্টির সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের প্রতি। এছাড়া ড্রাফটে ছিলেন বাংলাদেশ ক্রিকেটের নতুন সেনসেশন আফিফ হোসেন। তাকেও দলে টানেনি কোন ফ্র্যাঞ্চাইজি। গতবারের আসরে বাংলা টাইগার্সের হয়ে খেলা আফিফের এবার দল না পাওয়াটা হতাশ করেছে বাংলাদেশিদের।