ঢাকার যাত্রাবাড়ি ও কেরানিগঞ্জ এলাকায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৭ প্রতিষ্ঠানকে ২০ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) র্যাবের সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর একটি দল ঢাকার যাত্রাবাড়ি ও কেরানিগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করে।
বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত যাত্রাবাড়িতে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য, নকল বৈদ্যুতিক তার ও প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে হৃদয়-মিম কেমিক্যাল কোম্পানিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মাহির কনজিউমার প্রডাক্টসকে ২ লাখ টাকা, রাসেল এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা ও জামিল কনজিউমার লিমিটেডকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
কেরানিগঞ্জে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য, নকল বৈদ্যুতিক তার ও প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে এইচ আর কসমেটিক্সকে ২ লাখ টাকা, বিজলী ক্যাবলস্ লিমিটেডকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া নকল হেয়ার, ফেস ক্রিমসহ অন্যান্য প্রসাধনী সামগ্রী উৎপাদনের অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়।
এতে ৭ প্রতিষ্ঠানকে মোট ২০ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য, নকল বৈদ্যুতিক তার ও প্রসাধনী সামগ্রী জব্দ ও ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এ অসাধু ব্যবসায়ীরা মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য, নকল বৈদ্যুতিক তার ও প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুত ও বিক্রি করে আসছিলেন।