ছবি: সংগৃহীত
এশিয়ার খাদ্য সংকট সমাধানে এবং দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তা উন্নয়নে ২০২৫ সালের মধ্যে কমপক্ষে ১৪ বিলিয়ন ডলার তহবিল ব্যয়ের পরিকল্পনা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সম্প্রতি একটি বিবৃতিতে এ কথা জানায় এডিবি।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ব্লুমবার্গের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এশিয়ায় প্রায় ১ দশমিক ১ বিলিয়ন মানুষ দরিদ্র্যের কারণে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য লড়াই করছেন। এরই মধ্যে এ অঞ্চলের খাদ্যমূল্য রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। যা এসব দরিদ্র মানুষের জীবন আরও দুর্বিষহ করে তুলেছে। এডিবি তাদের প্রোগ্রামটির মাধ্যমে এশিয়ায় খাদ্য নিরাপত্তায় সহায়তা করছে চায়।
এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও ভয়াবহ রূপ নেয়া এবং এ অঞ্চলের কষ্টার্জিত উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হওয়ার আগেই আমাদের কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এ অর্থায়ন এডিবির সার্বভৌম এবং বেসরকারি খাতের কার্যক্রম থেকে করা হবে বলেও জানানো হয়েছে।