প্রেমিকার সঙ্গে ষড়যন্ত্র ও জিন সাধিকার পরামর্শে নিজের স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা করেছেন সালাম। তবে, শেষ রক্ষা হয়নি। হত্যার ১২ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তসহ গ্রেফতার হয়েছেন তিনজন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক।
বিয়ের আগে থেকেই রাজধানীতে একই বিস্কুট ফ্যাক্টরিতে কর্মরত শিরিনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সালামের। এরপর তাদের সম্পর্কে চিড় ধরলে নিজ পরিবারকে চাপ দিয়েই বিয়ে করেন স্মৃতিকে। বিয়ের পর আবারও সালামের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে শিরিনের। এক পর্যায়ে নিজের স্ত্রীকে হত্যার সিদ্ধান্ত নেন সালাম। পরামর্শ নেন জিন সাধিকা নামে পরিচিত বৃষ্টি নামে এক নারীর। তারপর স্মৃতিকে খাওয়ানো হয় বিষ মেশানো দুধ। এতে রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে মৃত্যু হয় স্মৃতির।
উপ-পুলিশ কমিশনার বলেন, স্মৃতির সঙ্গে বিয়ের পর সালাম এবং শিরিনের পূর্বের প্রেমটা আবার চাঙ্গা হয়ে উঠে। সেই সূত্র ধরে সালাম তার স্ত্রীকে অবহেলা করতে থাকেন। এ অবস্থায় তাদের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না। এক পর্যায়ে সালাম এবং শিরিন সিদ্ধান্ত নেন যে স্মৃতিকে যেকোনোভাবেই হোক সরিয়ে দিতে হবে।
রাজধানীর নাখালপাড়ায় এ ঘটনার ১২ ঘণ্টার মধ্যে রাজশাহী থেকে গ্রেফতার করা হয় মূল আসামি সালামকে। তার দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় শিরিন ও জিন সাধিকা বৃষ্টিকে।
এ বিষয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, এ হত্যাকাণ্ডের পেছনে রয়েছে পরকীয়া প্রেম এবং কুসংস্কার। জিনের অলৌকিক কাহিনীর মতো বিভিন্ন বিষয় এর সঙ্গে জড়িত রয়েছে। এ ঘটনার বর্ণনা ও বিশ্লেষণ তথ্যের ভিত্তিতে যারা এর সঙ্গে জড়িত রয়েছেন, সবাইকে গ্রেফতার করা হয়েছে।
হত্যাকাণ্ডের তদন্তে জিন সাধিকা বৃষ্টির বিষয়েও আরও বিভিন্ন দিক খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।