ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ছয়জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা ছাত্রদলের নেতা বলে জানা গেছে।
আহতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন ও আবদুল জলিল আমিনুল, সহ সাধারণ সম্পাদক সোহাগ মুন্সি, এস এম হলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ।
ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘ছাত্রদলের সদ্য কমিটি ভিসি স্যারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করে। এ হামলায় ছাত্রদলের অন্তত ২০ জন আহত হয়েছেন। অধিকাংশই মাথায় আঘাত পেয়েছেন। তাদের রড, ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে মারধর করা হয়।’
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, আহতদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাদের ওপর ছাত্রলীগ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাবি ছাত্রদলের নবগঠিত ৭১ সদস্যের কমিটির সদস্যরা মিষ্টি ও ফুল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হামলার শিকার হন।