বলিউড তারকা দীপিকা পাড়ুকোনকে সোমবার (২৬ সেপ্টেম্বর) অসুস্থ অবস্থায় তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, সোমবার হঠাৎ প্রবল শারীরিক অস্বস্তিবোধ করতে শুরু করেন অভিনেত্রী। সঙ্গে ছিল অতিরিক্ত দুর্বলতা এবং ক্লান্তিবোধ। তবে তিনি বাড়িতেই ছিলেন কি না তা জানা যায়নি। রাতে অসুস্থ অভিনেত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেদিন রাতেই অভিনেত্রীর মেডিকেল পরীক্ষা করার পর চিকিৎসকরা তাকে পরীক্ষা করে জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদিও দীপিকার পরিবারের পক্ষ থেকে অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। খবর আনন্দবাজারের।
এর আগেও অভিনেত্রীর অসুস্থতার কথা শোনা গিয়েছিল। হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’র শুটিং চলাকালীন আচমকাই হৃদস্পন্দন মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছিল দীপিকার। হায়দরাবাদেরই কামিনেনি হাসপাতালে সেই সময় চিকিৎসাধীন ছিলেন অভিনেত্রী।