যৌন হয়রানির অভিযোগে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারসহ অন্যান্য শাস্তি দেয়া হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২২৬তম সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
লোকপ্রশাসন বিভাগের সুমন দাস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সৈয়দ মুস্তাকিম সাকিব, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের মো. ইমাম হোসেন ইমরান, মো. রিফাত হোসেন ও মো. বিশাল আলীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের মো. আরিফুল ইসলাম ও মো. জায়েদ ইকবাল তানিনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীদের আবাসিক হলের সিট বাতিল থাকবে এবং তাদের জন্য ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে। সিন্ডিকেট সভার সিদ্ধান্তে এই বহিষ্কারের শাস্তির আদেশ সিন্ডিকেটের পরদিন থেকে কার্যকর হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।