২০২২ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া ব্যক্তিদের বেঁচে যাওয়া টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেঁচে যাওয়া টাকা ফেরত দেয়ার জন্য হজ অফিসের পরিচালককে নির্দেশ দিয়ে এরইমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।
তবে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া ব্যক্তিরা কোনো টাকা ফেরত পাবেন না।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছর হাজিদের সৌদি আরবে বাড়ি ভাড়ার অব্যয়িত অর্থ চেকের মাধ্যমে ফেরত দেয়া হবে। এ ক্যাটাগরির প্যাকেজের হাজিদের ৪৭ হাজার ৭২৬ টাকা এবং বি ক্যাটাগরির প্যাকেজের হাজিদের ১০ হাজার ২৯৩ টাকা করে ফেরত দেয়া হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে টাকা ফেরত দেয়া শুরু হবে।
প্রসঙ্গত, চলতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৫৬ হাজার ৯৫২ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৮৯০ জন এবং আর বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৬২ জন হজে যান।
সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১ এর খরচ জনপ্রতি ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২ এর খরচ ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ধরা হয়েছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।