ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় চট্টগ্রাম থেকে দুবাই এবং ওমানগামী ২টি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার( ২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
শাহ আমানতে বিমানের ইঞ্জিনে পাখি, ২টি ফ্লাইট বাতিল
পরে বিমান দু’টির ৪৩৪ যাত্রীকে হোটেলে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান। ফ্লাইট বাতিল হওয়া বিমান দুটির মধ্যে দুবাইগামী বিমান সংস্থা ফ্লাইট দুবাই এবং ওমানের মাসকট গামী বিমান সংস্থা বাংলাদেশ বিমান।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক ফরহাদ হোসেন খান জানান, বার্ড হিটের কারণে মধ্যপ্রাচ্যগামী বিমান দু’টির যাত্রা বাতিল করা হয়েছে। এর মধ্যে দুবাইগামী ফ্লাইট দুবাই বিমান সংস্থার যাত্রী ছিলো ১৮০ জন। এছাড়া মাসকটগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটে ২৫৪ জন যাত্রী ছিলো। সব যাত্রীকেই বিমান সংস্থার মাধ্যমে হোটেলে পাঠিয়ে দেয়া হয়েছে।
বিমান বন্দর সূত্র জানায়, ফ্লাইট দুবাইয়ের ফ্লাইটটি রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের পর সাড়ে নয়টায় পুনরায় দুবাই যাওয়ার কথা ছিলো। কিন্তু ফ্লাইট প্রকৌশলীর উড্ডয়নের আগে চূড়ান্ত পরীক্ষার সময় ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। পরবর্তীতে ফ্লাইটটি বাতিল করা হয়।
একইভাবে মাসকটগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটে ত্রুটি ধরা পড়লে যাত্রা বাতিল করা হয়। শুক্রবার সকালে প্রকৌশলীরা এসে বিমান দু’টি মেরামত করার কথা রয়েছে।