ঢাকায় জাপানি দূতাবাস ডা. এখলাসুর রহমানের হাতে সম্মাননা তুলে দেয়। ছবি: সংগৃহীত
জাপান সরকারের ‘দ্য অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার রেইস’ সম্মাননা পেয়েছেন বাংলাদেশি চিকিৎসক ইয়ামাগাতা-ঢাকা ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রতিষ্ঠাতা এখলাসুর রহমান।
চিকিৎসা খাতে উভয় দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেয়া হয়।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় জাপানি দূতাবাসে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। এ সময় বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের চিকিৎসা দেয়ার ক্ষেত্রে ডা. এখলাসের আন্তরিকতার প্রশংসা করে জাপানি দূতাবাস।
প্রসঙ্গত, ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর চিকিৎসাশাস্ত্রে উচ্চতর ডিগ্রি নিতে জাপান যান ডা. এখলাসুর রহমান। দেশটির ইয়ামাগাতা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুল অব মেডিসিন থেকে অর্থপেডিক্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। পাশাপাশি দেশটির বিভিন্ন হাসপাতালে কাজও করেছেন দীর্ঘদিন। পরে দেশে ফিরে জাপানি চিকিৎসা ব্যবস্থার আদলে ইয়ামাগাতা-ঢাকা ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রতিষ্ঠা করেন তিনি।