বলিউডের আলোচিত তারকা জুটি দীপিকা পড়ুকোন ও রণবীর সিং। কখনো কাজ বা কখনো ফ্যাশন হালের জন্য চর্চায় থাকে। মাঝেমধ্যে দুজনের অসাধারণ রসায়নের জন্যও আলোচনায় আসেন। তবে এবার চর্চা হচ্ছে সংসার ভাঙনের খবরে।
এমন খবর শুনে নিশ্চই ভাবছেন, ঘটনা কী? আসলেই কি ভাঙছে সংসার? রণবীর-দীপিকার ঘরে নাকি দিন দিন তিক্ততা বেড়েই চলেছে। সেখান থেকেই নাকি মানসিক অবসাদে ভুগছেন দীপিকা। আর এ জন্যই নাকি বারবার যেতে হচ্ছে হাসপাতালে।
এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বলিউডপাড়ায়। আসলে এসব গুঞ্জনের শুরু হয় ভারতের মুম্বাইয়ের এক সাংবাদিকের টুইট থেকে। সেই সাংবাদিক হঠাৎ করেই টুইট করে লেখেন, দীপিকা ও রণবীরের সম্পর্ক ভাঙার কথা। আরও লেখেন, সংসারে অশান্তির কারণেই নাকি মানসিক অবসাদ এতটাই বেড়েছে দীপিকার যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
তবে এসব খবরের কোনো ভিত্তি নেই। নেটিজেনরা মনে করছেন, এই টুইট একেবারেই ভুয়া। জোর করে গুঞ্জন তৈরি করার চেষ্টা। অনেকে আবার এই সাংবাদিককে প্রশ্নবিদ্ধ করেছেন এই ধরনের খবর তৈরি করার জন্য। দীপিকা ও রণবীর ঘনিষ্ঠদের মতে, এই তারকা দম্পতি রয়েছে বহাল তবিয়তে। তাদের সম্পর্কে কিছুই হয়নি।
এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে যে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পরবর্তী পার্টে দেব ও অমৃতার ভূমিকায় দেখা যাবে এই দুই তারকাকে। এক অনুরাগী তো দেব-অমৃতা হিসেবে দুই তারকার ছবিও তৈরি করে ফেলেছেন। আর তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এখন দেখার অপেক্ষা আদৌ তারা থাকছেন কি না!