রাজধানীর বিমানবন্দর এলাকায় ইয়ারফোন কানে দিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে রাফিন আহমেদ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি উত্তরা মাইস্টোন স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
শনিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম জানান, কানে ইয়ারফোন লাগিয়ে রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রনের নিচে কাটা পড়েন ওই শিক্ষার্থী। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, রাফিন উত্তরা মাইলস্টোন কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাবার নাম সোহেল আহমেদ। তাদের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার উত্তর মিয়াবাড়ি গ্রামে। বর্তমানে পরিবারটি দক্ষিণখান গাওয়াইর এলাকায় থাকে।