ছবিঃ সংগৃহীত
নিজ দেশের মাটি ছাড়িয়ে বিদেশের মাটিতে এবার অন্য মাত্রায় জনপ্রিয়তা পেল এসএস রাজামৌলির সিনেমা ‘আরআরআর’, যা কিনা ভারতীয় বিনোদন সংশ্লিষ্ট সবার জন্যই এক বিশাল পাওয়া।
সম্প্রতি হলিউডের সবচেয়ে বড় সিনেমা হল চাইনিজ থিয়েটারে দেখানো হয়েছে এ ছবি। বহু দর্শক আইম্যাক্স প্রযুক্তির এই সিনেমা হলে ‘আরআরআর’ দেখার জন্য হাজির হয়েছিলেন। সেই প্রদর্শনীর ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায়, শুধু ভারতে নয়, আমেরিকায়ও কীভাবে দর্শকের মন জয় করেছে ‘আরআরআর’।
এমনকি সিনেমা চলাকালীন ছবির গানের সঙ্গে দর্শকাসন থেকে মানুষ উঠে গিয়ে নাচতেও শুরু করেছেন। যার ফলে কিছু সময়ের জন্য সিনেমাটি দেখানো বন্ধ রাখতে হয়েছে।
এদিকে সেদিনই নির্মাতা এসএস রাজামৌলিকে সংবর্ধনাও দেয়া হয়। সেই ভিডিওটিও ছড়িয়ে পড়েছে মিডিয়া পাড়ায়। আর পোস্টটি করেছিলেন দক্ষিণী অভিনেতা রাম চরণ। তার পর সেটি আরও অনেক তারকাই পোস্ট করেন। এ তালিকায় রয়েছেন করণ জোহরও।
তিনি রাম চরণের ভিডিওটি নতুন করে আরও একবার পোস্ট করেন। সঙ্গে লেখেন, এই ভিডিওটি দেখে তার গায়ে কাঁটা দিচ্ছে। তবে তিনি শুধু একা নন, আরও বহু মানুষই বলেছেন, এভাবে ভারতীয় ছবিকে আমেরিকার মাটিতে সম্মান পেতে দেখে অনেকেরই গর্বে বুক ভরে গিয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস