ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে বিশাল ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। পাকিস্তানের এমন হারে কিছুটা দুশ্চিন্তায় সাবেক পেসার শোয়েব আখতার। তিনি শঙ্কা করেছেন, বিশ্বকাপে পাকিস্তান প্রথম রাউন্ডেই বাদ পড়তে পারে। এর কারণ হিসেবে তিনি মূলত পাকিস্তানের মিডল-অর্ডারকে চিহ্নিত করেছেন।
রোববার (২ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ৬৭ রানের জয়ে সিরিজ নিজেদের করে নেয় ইংল্যান্ড। এদিন ইংল্যান্ড দলের দেওয়া ২১০ রানের টার্গেটে মাত্র ১৪২ রান করে পাকিস্তান দল। মিডল-অর্ডারের শান মাসুদ ছাড়া সবাই এই লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হন। শুরুতেই পাকিস্তানের টপ-অর্ডার ভেঙে যায়। মিডল-অর্ডারেরও এমন ব্যর্থতায় শেষ পর্যন্ত হেরে যায় পাকিস্তান দল।
দলের এমন খেলায় নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে শঙ্কার কথা জানান পাকিস্তানের এই সাবেক পেসার। দলের বর্তমান পরিস্থিতি দেখে তিনি বলেছেন, এটা আমি আগেই বলেছি আমার ভয় হচ্ছে, পাকিস্তান দল হয়তো বিশ্বকাপের প্রথম রাউন্ডেই ছিটকে যেতে পারে।
পাকিস্তান দলে ব্যাটিং লাইনআপে গভীরতার অভাব রয়েছে দাবি করে শোয়েব জানান, পাকিস্তানের মিডল-অর্ডারের অবস্থা ভালো নয়। ওপেনাররা পারফর্ম করতে না পারলে মিডল-অর্ডার চাপে পড়ছে। এভাবে তো বিশ্বকাপে খেলা যায় না, যদি আপনি তা জিততে চান। এটা খুব দুঃখজনক।
পাকিস্তান দলের নির্বাচক মোহাম্মদ ওয়াসিমের সমালোচনা করে শোয়েব বলেছেন, সমস্যা ছিল মিডল-অর্ডার নিয়ে কিন্তু নির্বাচকরা সেই জায়গায় নজর দেয়নি। সেখানে কোনো পরিবর্তন আনেনি। যখন প্রধান নির্বাচক গড়পড়তার হয়, তখন তো সিদ্ধান্তও তেমনই গড়পড়তার হয়।
কোচ সাকলায়েন মুস্তাকও ছাড় পাননি। এ প্রসঙ্গে শোয়েব বলেছেন, সাকলায়েন শেষ ক্রিকেট খেলেছিল ২০০২ সালে। আমি এটা বলতে চাই না, কারণ সে আমার বন্ধু। কিন্তু আমি মনে করি না টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে তার কোনো ধারণা আছে। আমার মনে হয় না এখানে তার দক্ষতা আছে।