দেশের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন ছাত্রদল-যুবদল নেতাকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন অনিবার্য।
মঙ্গলবার (৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। গত সোমবার (৩ অক্টোবর) ছাত্রদল কেন্দ্রীয় সহসভাপতি সাজ্জাদুল হানিফ সাজ্জাদ, লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ কে এম ফরিদ উদ্দিন, সদর উপজেলা (পশ্চিম) শাখার ছাত্রদল নেতা আবদুল গনি, যুবদল নেতা আক্তার হোসেন, পারভেজ হোসেন এবং স্বেচ্ছাসেবক দল নেতা মো. শিপনকে গ্রেফতার ও ভিন্ন মামলার আসামি করায় এ বিবৃতি দেন তিনি।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার মাধ্যমে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে চাইছে সরকার। বর্তমান জুলুমবাজ আওয়ামী সরকারের সব ঘৃণ্য আচরণ প্রমাণ করে যে, তারা মানবতাবোধ ও বিবেক বিসর্জন দিয়ে ক্ষমতার দাপটে হিংস্রতার শেষ সীমানায় অবস্থান করছে।
তিনি বলেন, রাষ্ট্রক্ষমতা চিরকাল ভোগ করার অপচেষ্টার অংশ হিসেবে একদিকে ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি রাখা হয়েছে, অন্যদিকে দেশের মানুষকে ভীতসন্ত্রস্ত রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নানাবিধ জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে গত রাতে (৩ অক্টোবর) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সাজ্জাদুল হানিফ সাজ্জাদকে গ্রেফতার এবং লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফরিদ উদ্দিন, সদর উপজেলা (পশ্চিম) শাখার ছাত্রদল নেতা আবদুল গনি, যুবদল নেতা আক্তার হোসেন, পারভেজ হোসেন ও স্বেচ্ছাসেবক দল নেতা মো. শিপনকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।
ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার গণ-আন্দোলনের ভয়ে ভীত হয়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দল ও মতের নেতাকর্মীদের ওপর জুলুমের স্টিমরোলার চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্যই হচ্ছে সরকারের অপশাসনের বিরুদ্ধে কেউ যেন বিরুদ্ধাচরণ করতে সাহস না পায়। কিন্তু সরকারের অপশাসন রুখে দিতে জনগণ এখন ফুঁসে উঠেছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন অনিবার্য।
এ সময় ছাত্রদল-যুবদলের আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তিসহ তাদের নামে করা ভুয়া ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
এদিকে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি পৃথক বিবৃতিতে লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ কে এম ফরিদ উদ্দিন, সদর উপজেলা (পশ্চিম) শাখা ছাত্রদল নেতা আবদুল গনি, যুবদল নেতা আক্তার হোসেন, পারভেজ হোসেন এবং স্বেচ্ছাসেবক দল নেতা মো. শিপনকে মিথ্যা মামলায় আসামি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নেতৃদ্বয় অবিলম্বে উল্লিখিত নেতাদের নামে করা মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।