টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে সুপার টুয়েলভের দলগুলো নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। ১৭ বছর পর পাকিস্তান সফরে গিয়েই ৪-৩ ব্যবধানে সিরিজ জিতে বিশ্বকাপে আত্মবিশ্বাসী ইংল্যান্ড। কিন্তু বিশ্বকাপে মঈন আলীর হট ফেবারিট ভারত ও অস্ট্রেলিয়া। এই দুদলকে বিশ্বকাপের বড় দাবিদার মনে করেন এই ইংলিশ অলরাউন্ডার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বাজতে চলেছে। বিশ্বকাপ ক্রিকেটে বুঁদ হতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ক্রিকেটের এই মহারণ ঘিরে চলছে আলোচনা। বিশ্বকাপের জন্য অংশগ্রহণকারী দলগুলো ব্যস্ত শেষমুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে।
বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আছে দুর্দান্ত ছন্দে। কিছুদিন আগে ভারতের বিপক্ষে সিরিজ হারলেও নিজেদের মাটিতে শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর অজিরা।
এদিক আরেক হট ফেবারিট ভারতকে নিয়ে চলছে নানা কানাঘুষা। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। এছাড়াও, বিরাট কোহলির ফর্মে ফেরাও ইতিবাচক ভূমিকা রাখবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। দুর্দান্ত ছন্দে আছেন সূর্যাকুমার যাদবও। তবে ইনজুরির কারণে কপালে চিন্তার ভাঁজও আছে ভারতের। দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার রবীন্দ্র জাদেজা ও জসপ্রিত বুমরাহকে দলে পাবে না ভারত। তবে, সব মিলে বিশ্বকাপের বড় দাবিদার ভারতকে ভাবাই যায়।
১৭ বছর পর পাকিস্তান সফরে গিয়েই ৪-৩ ব্যবধানে সিরিজ জিতে বাজিমাত করল ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর বিশ্বকাপে নিজের পছন্দের দল নিয়ে কথা বলেছেন ইংল্যান্ড অধিনায়ক মঈন আলী। ক্রিকেটের এই মহাযজ্ঞে নিজের দলকে নয়, বরং পছন্দের দল হিসেবে ভারত ও অস্ট্রেলিয়াকে বেছে নিয়েছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে দলকে নেতৃত্ব দেওয়া মঈন বলেন, ‘এবারের বিশ্বকাপে আমি ভারত ও অস্ট্রেলিয়াকে হট ফেবারিট হিসেবে মনে করি। ভারত দুর্দান্ত ছন্দে আছে আর অস্ট্রেলিয়াও পূর্ণ শক্তির দল নিয়ে নিজেদের মাটিতে ভালো করার জন্য প্রস্তুত। যদিও বিশ্বকাপের আগে ইংল্যান্ডের ভালো প্রস্তুতি ও পূর্ণ শক্তির দল থাকায়, যে কোনো দলের বিপক্ষেই আমরা আগ্রাসীভাবে খেলার ব্যাপারে আশাবাদী। তারপরও, ভারত ও অস্ট্রেলিয়া আমার কাছে বিশ্বকাপের ফেবারিট।’
আগামী ২২ অক্টোবর সুপার টুয়েলভের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া আর ২৩ অক্টবর পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।