 
																
								
                                    
									
                                 
							
							 
                    শিক্ষা ব্যাবস্থারজাতীয় করন চাই এই শ্লোগানকে ধারন করে ও শিক্ষক সমাজই শিক্ষক
ইতিবাচক রুপান্তর ঘটায় নিয়ে এই প্রতিপাদ্য নিয়ে মহান বিশ্ব শিক্ষক দিবস- ২০২২ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৫ই) অক্টোবর সকাল সাড়ে ১০ টায় নগরীর আগুরপুর রোডস্থ কার্যলয়ে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিসিক) বরিশাল জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম,অধ্যক্ষ আনিছুর রহমান,উপনোয়ারুল হক, অধ্যাপক দুলাল চন্দ্র মজুমদার,অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক কবির হোসেন শাহীন,অধ্যাপক মোঃ ওমর ফারুক,অধ্যাপক অজিজুর রহমান খোকন,অধ্যাপক বিরেন্দ্র নাথ রায়, অধ্যাপক আফজাল হোসেন প্রমুখ।
এসময় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, বর্তমান শিক্ষাক্রমে শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার নামে খুব সহজভাবে এক ক্লাস থেকে পরবর্তী উপরের ক্লাসে উত্তীর্ন করা হয়।
যা পরবর্তীতে জীবন এর নেতিবাচক প্রতিফলন ঘটে। বাংলাদেশে কোট শিক্ষা সঞ্চালন ও পরিচালনার দায়িত্ব পালন করছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারিবৃন্দ অথচ সবধরনের আর্থিক সুবিদা থেকে বঞ্চিত হয়ে আসছে।
সেকারনেই বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে সু-সংহত করার জন্য শিক্ষা ব্যবস্থা জাতীয় করন করা উচিত। শিক্ষা ব্যবস্থা জাতীয় করনের মাধ্যমে বিদ্ধমান সমস্যাগুলো স্বয়ংক্রিয় ভাবে সমাধান সম্ভব।
তারা আরো বলেন ইতিমধ্যে বিচ্ছিন্ন সরকারি করনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার কোন সমাধান হবে না। সেকারনেই শিক্ষা ব্যবস্থার জাতীয় করনের সময়ের দাবী। বেসরকারি শিক্ষক-কর্মচারির জীবনমান উন্নত করার মধ্য দিয়েই শিক্ষা ব্যাবস্থার প্রথমিক সংস্কার সম্ভব বলে তারা মনে করেন।