ছবি: সংগৃহীত
টালিউড অভিনেত্রী নুসরাত জাহানের নেট দুনিয়ায় ট্রলের শিকার হওয়ার ঘটনা নতুন নয়। কখনো স্বামী, কখনো সন্তান আবার কখনো বা ধর্ম নিয়ে নিন্দুকের অনেক কথার সম্মুখীন হতে হয়েছে তাকে। এবার নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন দশমীর স্পেশাল ফটোশুটে।
এবার দুর্গাপূজার স্পেশাল ফটোশুট হয়েছিল বাওয়ালি রাজবাড়িতে। এই ফটোশুটে নুসরাতকে দেখা যায়, লাল-সাদা ঘাঘড়া-চোলির সঙ্গে সিঁথিতে সিঁদুর আর হাতে শাখা পরে খোলা চুলে সিঁড়িতে বসে আছেন তিনি।
অন্যদিকে কালো রঙের পোশাকে হ্যান্ডসাম লুকে ধরা দেন যশ দাশগুপ্তও। আর সেই ছবি নেটদুনিয়ায় পোস্ট হওয়ার পর অনেকেই তাদের নতুন এই লুকের প্রশংসা করেছেন।
এই ছবির ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘ঢাকের আওয়াজ মিলিয়ে গেল, পুজো হলো শেষ…, প্রাণে শুধু জাগিয়ে রেখো এই খুশির রেশ..শুভ বিজয়া’। আর যশ লিখেছেন, ‘এবার মাগো বিদায় তবে, আসছে বছর আবার হবে, সবাইকে মা রেখো সুখে, বিজয়া আজ মিষ্টি মুখে। শুভ বিজয়া।’
তবে ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। অনেকে এই ছবির করেছে কঠোর সমালোচনা। তাদের মতে, দশমীতে বিজয়ার শুভেচ্ছায় এমন ছবি ‘অশ্লীল’। তবে এমন মন্তব্যকে কোনো নজর দিতে নারাজ এই টালিপাড়ার অভিনেত্রী। বরং গুঞ্জনকে ভুলে নিজের পরিবার ও ক্যারিয়ারকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।