বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত স্মরণসভায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
আবার এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদের ১৮ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শুক্রবার (০৭ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে। আবরার ফাহাদ স্মৃতি সংসদের সদস্যরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী হিসেবে ঢাবি ক্যাম্পাসে পরিচিত।
এ মামলায় আসামি যারা:
ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মো. তরিকুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক এইচ এম রুবেল হোসেন, সদস্য মো. তসলিম হোসাইন অভি ও মিজান উদ্দিন, ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, সহসভাপতি আসিফ মাহমুদ, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক আব্দুল কাদের, ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখার সহসভাপতি মো. রাকিব, বংশাল থানা ছাত্র অধিকার পরিষদের সদস্য মো. ওমর ফারুক জিহাদ, ছাত্র অধিকার পরিষদের কর্মী তাওহীদুল ইসলাম তুহিন, মামনুর রশিদ, নাজমুল হাসান, মো. সাদ্দাম হোসেন, ইউসুফ হোসেন, মো. বেলাল হোসেন, মো. আবু কাউছার হাওলাদার এবং মাহফুজুর।
শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) গোলাম মোস্তফা বলেন, নাজিম উদ্দীন নামে এক ছাত্রলীগ নেতা তাদের ওপর হামলার অভিযোগ এনে ছাত্র অধিকার পরিষদের ১৮ নেতাকর্মীর নামে মামলা দিয়েছে। আমরা মামলা গ্রহণ করেছি।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ বলেন, ছাত্রলীগের ওপর হামলা করা হয়েছে বলে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। থানায় বর্তমানে ছাত্র অধিকার পরিষদের ২০ জন নেতাকর্মী আটক রয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়। সেখানে বহিরাগত স্লোগান দিয়ে সমাবেশস্থলে থাকা চেয়ার ভাঙচুর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুড়িয়ে দেয়া হয় ব্যানার-ফেস্টুনও। এতে অন্তত ১০ জন আহত হন।
পরে প্রাথমিক চিকিৎসা নিতে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।