ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন নিয়ে সরকার দুঃস্বপ্ন দেখছে। এই গান এবার হবে না।
শনিবার (৮ অক্টোবর) বিকেলে মিরপুরের কালসীতে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা নির্বাচনের কথা বলছেন, অনেকে ইভিএমের কথা বলছেন, যাওয়া না যাওয়ার কথা বলছেন। সরকার নির্বাচন নিয়ে দুঃস্বপ্ন দেখছেন। তারা ভাবছে এ সমস্ত বলতে বলতে নির্বাচনের দিন পার হয়ে যাবে। এই গান এবার হবে না।
বিগত নির্বাচনের প্রসঙ্গ টেনে আমীর খসরু বলেন, বিগত দিনে আমাদেরও দোষ আছে, আমরাও সুযোগ দিয়েছিলাম তাদেরকে এ রকম একটা নির্বাচনের। আমরা দুর্বৃত্তায়নের আরেকটা নির্বাচনের সুযোগ সৃষ্টি করে দিয়েছিলাম। এবার যারা সেই স্বপ্ন দেখছেন, বৃথা স্বপ্ন দেখবেন না। এই স্বপ্ন আর পুরণ হবার নয়। আমাদের নেতাকর্মীরা কষ্ট পেয়েছে, প্রাণ দিয়েছে, জেলে গেছে।
ইভিএমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি প্রথমে একটি সাবধানতা উল্লেখ করতে চাই তাদের প্রতি (নির্বাচন কমিশন)। বাংলাদেশের ৪০ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে চলে গেছে। আজকে দু’বেলা খেতে পারছে না। বিদ্যুত বিল, গ্যাস বিল ও খাদ্যপণ্য কিনতে পারছে না।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এখন তো আর বিদ্যুতের বিল দেওয়ার দরকার নেই। শেখ হাসিনা বলেছেন, আপনারা চেরাগের জন্য তৈরি হোন। আমরা তাকে বলতে চাই, বাংলাদেশকে চেরাগের জন্য তৈরি হতে হবে না, ইনশাল্লাহ। কারণ, তার আগে আপনাকে বিদায় নিতে হবে। এই দেশ চেরাগের বাংলাদেশ নয়, এই দেশ আলোকিত বাংলাদেশ। চেরাগের দিন আমরা আনতে দেব না। এই দেশ শহীদ জিয়ার বাংলাদেশ, এই দেশ বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, এই দেশ তারেক রহমানের বাংলাদেশ।
আমীর খসরু বলেন, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, তারা রাস্তায় নেমে গেছে। আমাদের আস্থা জনগণের ওপর। এই লাখো জনতার সামনে যারা দাঁড়াবে তারা ভেসে যাবে, জনগণের জোয়ারে তারা ভেসে যাবে। আমার শেষ কথা- রাস্তায় নেমেছি, বাড়ি ফিরে যাব না। যেদিন বাড়ি ফিরে যাব, ওই দিন দেশ স্বাধীন করে বাড়ি ফিরে যাব। তার জন্য প্রাণ দিতে হয়, প্রাণ দেব।
মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাইফুল আলম নিবর, মহানগর দক্ষিণের রফিকুল আলম মজনু, যুব দলের সুলতান সালাহউদ্দিন টুকু, মোনায়েম মুন্না, মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের ইয়াসীন আলী, কৃষক দলের হাসান জাফির তুহিন, মহিলা দলের হেলেন জেরিন খান, ছাত্র দলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ বক্তব্য রাখেন।