ছবি: সংগৃহীত
ত্রিদেশীয় সিরিজে শুধু বিশ্বকাপের টিম কম্বিনেশন তৈরি মূল লক্ষ্য নয়; আসরটিতে ভালো ফলই প্রত্যাশা দলের। এমনটা জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। ফিনিশিংয়ে আরও ২-১ জন ভালো করলে জয় পাওয়া সম্ভব বলেও জানান তিনি। মোস্তাফিজ খারাপ সময় কাটালেও তার ওপর ভরসা রাখছে দল। বিশ্বকাপের আগে ছন্দে ফিরবেন বলে প্রত্যাশা বাশারের।
টাইগারদের একেকটা ম্যাচ জন্ম দেয় একঝাঁক প্রশ্নের। পারফরম্যান্সে নেই কোনো উন্নতি, শুধু ভুল শোধরানো আর শিক্ষা নেয়ার গল্পই শোনা যায় টাইগারদের মুখে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি। শেষ মুহূর্তেও পরীক্ষা-নিরীক্ষায় বাংলাদেশ দল।
বিশ্বকাপে টাইগারদের কম্বিনেশন কী হবে? নিউজিল্যান্ডে চলছে তার ড্রেস রিহার্সেল। কিন্তু আশানুরূপ কোনো ফল নেই। তারপরও ত্রিদেশীয় সিরিজে বিসিবি নির্বাচক হাবিবুল বাশার আশা রাখছেন ভালো ফলের, যা কিনা বড় মঞ্চের আগে বড় আত্মবিশ্বাস জোগাবে দলকে।
বিসিবি নির্বাচক বাশার বলেন, ‘টিম কিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্যদিয়ে গেলেও যেতে পারে, তবে আমার মনে হয় না দলে বড় কোনো পরিবর্তন আসবে। বিশ্বকাপের আগে কিন্তু এটা আমাদের শেষ সিরিজ। এখানে দলের কম্বিনেশনটা সেট করে ফেলাটা খুবই জরুরি। আর এই ত্রিদেশীয় সিরিজটাও অনেক গুরুত্বপূর্ণ। কারণ, এই সিরিজের পারফর্মেশনটাই বিশ্বকাপে আমাদের সাহায্য করবে।’
ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যর্থ টপঅর্ডার। শেষ দিকে প্রাপ্তি বলতে, আশা দেখিয়েছেন ইয়াসির আলী রাব্বি। বাশারের মতে, ফল পেতে ফিনিশিংয়ে ভালো করতে হবে আরও কয়েকজনকে।
বাশার বলেন, ‘শেষ ম্যাচে ইয়াসির আলি বাদে কেউ কিন্তু সফল হয়নি। পাশাপাশি সোহানও যদি তেমন খেলতে পারে, তাহলে আমাদের ফিনিশিংয়ের সমস্যাটা থাকবে না। আর মোসাদ্দেকও রান করেনি। তার থেকেও আমাদের আশা আছে।’
দল যেমনই করুক, সময় দেয়ার পক্ষে এই নির্বাচক। বিশ্বকাপের আগে সবার সমর্থন পেলে ইতিবাচক কিছু আসবে বলেও মত বাশারের।