ছবি: সংগৃহীত
বাংলাওয়াশ ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ (৯ অক্টোবর) মুখোমুখি হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
এ দিন বাংলাদেশের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
এদিকে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন রয়েছে। দলের ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত এবং শরিফুল। বাদ পড়েছেন সাব্বির রহমান, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
স্বাগতিক কিউইদের দলেও একটি পরিবর্তন রয়েছে। দলে ফিরেছেন অ্যাডাম মিলনে। বাদ পড়েছেন ব্লেয়ার টিকনার।