বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :
বরিশাল মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তারিকুল ইসলাম ঝুনুকে দেখতে চান স্থানীয় নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্য নির্বাচন ও রুটিন মাফিক কাজ ছাড়া অন্য কোন দায়িত্ব নেই — আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বরিশালের কাজির হাট থানায় বিদ্যানন্দপুর ইউনিয়নে সেনা সদস্যের নামে মিথ্যা মামলা। বরিশাল আদালতের সামনে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার জন্য অবস্থান কর্মসূচি করে আগামী ৩ বছরের জন্য বরিশাল মহানগর ইমাম সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন । মুফতি ফয়জুল করীম কে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত। বরিশাল সিটি নির্বাচনে জালিয়াতিপূর্ণ ঘোষিত ফলাফল বাতিল করে হাতপাখার প্রার্থীকে বিজয়ী ঘোষণার দাবীতে মামলা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরিশাল নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম , বরিশাল সিটি মেয়র হিসেবে ঘোষণা চান তিনি । ভারত, নেপাল ও ভুটান থেকে কিছু পণ্যে আমদানি নিষেধাজ্ঞা জারি করলো এনবিআর ঢাকা থেকে ছেড়ে আসা ভান্ডারিয়াগামী যাত্রীবাহী সাকুরা পরিবহন বাস খাদে পড়ে ১৩ যাত্রী গুরুতর আহত

বিশ্বকাপের ১৬ দলের ওপেনিং জুটি র‍্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে বাংলাদেশ

খেলা ডেস্ক, একুশে বিডি
  • প্রকাশিতঃ সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৬৯ জন নিউজটি পড়েছেন

বিশ্বকাপের সবচেয়ে দুর্বল ওপেনিং জুটির একটি বাংলাদেশের

ক্রিকেটে কোনো দলের বড় স্কোর গড়ার পেছনে ভালো শুরুর গুরুত্ব অনেক। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেনাররা পাওয়ারপ্লে কতটা ভালোভাবে ব্যবহার করতে পারছে তার ওপরে অনেকাংশেই নির্ভর করে ম্যাচ। অস্ট্রেলিয়া বিশ্বকাপেও দলগুলো ভালো শুরুর জন্য তাকিয়ে থাকবে ওপেনারদের দিকে। দ্রুত রান তোলা, বড় জুটি গড়ে পরবর্তী ব্যাটারদের হাত খুলে খেলতে সুযোগ করে দেওয়াটা দায়িত্ব থাকে ওপেনারদের। বর্তমান ফর্মের বিবেচনায় যেখানে বাকি দেশগুলোর চেয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অংশগ্রহণকারী ১৬ দলের ওপেনারদের পারফরম্যান্স বিশ্লেষণ করে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। সেখানে অনুমিতভাবেই সবার সেরা হিসেবে জায়গা পেয়েছে পাকিস্তানের ওপেনিং জুটি। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানের জুটিই যে বর্তমানের সবচেয়ে ধারাবাহিক জুটি এ নিয়ে অবশ্য তর্ক হবে কমই। পারফরম্যান্সের ভিত্তিতে ১৬ দলের মধ্যে বাংলাদেশ জায়গা পেয়েছে ১৫ নম্বরে। অর্থাৎ প্রথম পর্বে যে ৪ দল সেরা ১২তে জায়গা করে নিতে লড়বে, তাদের থেকেও পিছিয়ে টাইগারদের ওপেনিং জুটি।

পাঠকদের জন্য আইসিসির সে র‍্যাঙ্কিংয়ের খুঁটিনাটি তুলে ধরা হলো-


১. পাকিস্তান

আইসিসি টি-টোয়েন্টি ব্যাটার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিন ব্যাটারের দুজনই পাকিস্তানের। মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের ওপেনিং জুটি ধারাবাহিকতায় অনন্য। এশিয়া কাপে দারুণ খেলে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন উইকেটকিপার ব্যাটার রিজওয়ান। ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচ সিরিজেও দারুণ খেলেছেন এই জুটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের তুরুপের তাস বাবর-রিজওয়ান জুটি। ২০২১ বিশ্বকাপেও সেরা তিন রান সংগ্রহকের তালিকায় ছিলেন তারা দুজন।

বাবর আজম
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ৩
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ৪৩.৪১ / ১৩০.০৩
শেষ ৫ ইনিংস: ৪, ৮৭*, ৯, ৩৬, ৮

মোহাম্মদ রিজওয়ান
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ১
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: 52.53 / 128.57
শেষ ৫ ইনিংস: ১, ৬৩, ৮৮, ৮, ৮৮*

২. ভারত

গত পাঁচ বছর ধরেই টি-টোয়েন্টির অন্যতম বিধ্বংসী জুটির একটি রোহিত শর্মা-লোকেশ রাহুল জুটি। গতবছর বিস্মরণযোগ্য একটা বিশ্বকাপ কাটানো ভারত এই বিশ্বকাপে সাফল্যের জন্য অনেকাংশেই চেয়ে থাকবে এই জুটির ওপর।

গত বিশ্বকাপে ভারতের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রাহুল। আর বড় টুর্নামেন্টে রোহিতের জ্বলে ওঠার সামর্থ সবারই জানা। এছাড়া অধিনায়ক হিসেবে রোহিত সামনে থেকে নেতৃত্ব দেবে এমনটাই চাওয়া ভারতীয় ক্রিকেট সমর্থকদের।

কেএল রাহুল
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ১৪
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ৩৯.৫৭ / ১৪০.৪০
শেষ ৫ ইনিংস: ৫৭, ৫১*, ১, ১০, ৫৫

রোহিত শর্মা
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ১৬
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ৩১.৯৪ / ১৪০.৫৯
শেষ ৫ ইনিংস: ০, ৪৩, ০, ১৭, ৪৬

৩. নিউজিল্যান্ড

৩৬ বছর বয়সী মার্টিন গাপটিল দীর্ঘদিন থেকে সামলাচ্ছেন কিউয়িদের হয়ে ইনিংসের গোঁড়াপত্তনের দায়িত্ব। এ সময়ে অনেকের সঙ্গেই ওপেনিংয়ে জুটি গড়েছেন তিনি। এ বিশ্বকাপে সম্ভবত ডেভন কনওয়ের সঙ্গে জুটি গড়তে চলেছেন তিনি।

কিপার-ব্যাটার কনওয়ে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরেই পান ওপেনিংয়ের দায়িত্ব এবং প্রতিটি ম্যাচে ঝড়ো সূচনা এনে দিয়ে আস্থার প্রতিদান দেন।

তরুণ ফিন অ্যালেন ওপেনিংয়ে নিউজিল্যান্ডের আরেক বিকল্প হতে পারে। তবে বিশ্বকাপে অভিজ্ঞ গাপটিল-কনওয়ে জুটির ওপরই ভরসা করার সম্ভাবনা বেশি।

ডেভন কনওয়ে
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ৭
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ৪৭.২ / ১৩৮.২৮
শেষ ৫ ইনিংস: ২১, ৪২, ৪৩, ৪৬, ৩৬*

মার্টিন গাপটিল
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ১০
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ৩১.৭৯ / ১৩৫.৮
শেষ ৫ ইনিংস: ১৫, ২০, ১৬, ২, ৪৫

৪. অস্ট্রেলিয়া

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার হয়ে নিজ দেশের বিশ্বকাপে কোন দুজন করবেন ইনিংসের গোড়াপত্তন, তা নিয়ে অবশ্য এখনো রয়েছে ধোঁয়াশা। বিশ্বকাপের ঠিক আগে আগে নিয়মিত ওপেনার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ ছেড়ে দিয়েছেন ওপেনিং পজিশন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ফিঞ্চ ব্যাট করেছেন চার নম্বরে। তবে ডেভিড ওয়ার্নার আছেন নিয়মিত ভূমিকাতেই।

৩৫ বছর বয়সী এই দুই ওপেনারকেই হয়ত বিশ্বকাপেও ইনিংস শুরু করতে দেখা যাবে। ফর্মটাও নেহায়েত খারাপ নয়। তবে বিশ্বকাপের স্কোয়াডের ফাঁকফোঁকর দিয়ে যদি ক্যামেরন গ্রিন ঢুকে পড়েন তবে তাকেই দেখা যেতে পারে ওয়ার্নারের সঙ্গে ইনিংসের শুরুতে নামতে।

অ্যারন ফিঞ্চ:
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ৬
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ৩৪.৯৭ / ১৪৪.৮৮
শেষ ৫ ইনিংস: ৭, ৩১, ২২, ২৯, ১২

ডেভিড ওয়ার্নার
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ৪৮
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ৩৩.৩ / ১৪১.১৮
শেষ ৫ ইনিংস: ৩৯, ২১, ৭০*, ৫৩, ৭৩

৫. শ্রীলঙ্কা

এশিয়া কাপ জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে শ্রীলঙ্কার। ফর্মে আছে দুই ওপেনারও। এশিয়া কাপে দুই ওপেনার পাত্তুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস, দুজনই রান পেয়েছেন।

প্রথম পর্বে র‍্যাঙ্কিংয়ের নিচের সারির দলের সঙ্গে খেলাটা শ্রীলঙ্কার জন্য ইতিবাচক হতে পারে। এতে সহজে মানিয়ে নিতে পারবে তারা।

পাত্তুম নিশাঙ্কা
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ৮
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ২৯.৬৬ / ১১৫.৫৮
শেষ ৫ ইনিংস: ৮, ৫৫*, ৫২, ৩৫, ২০

কুশল মেন্ডিস
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ৫৬
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ২০.৯০ / ১২৬.৪৭
শেষ ৫ ইনিংস: ০, ০, ৫৭, ৩৬, ৬০

৬. আফগানিস্তান

বছর জুড়ে নিজেদের ব্যাটিং নিয়ে অনেক পরীক্ষা চালিয়েছে আফগানিস্তান। অবশেষে ওপেনিংয়ে রহমানুল্লাহ গুরবাজ ও হজরতউল্লাহ জাজাইকে এনে সঠিক কম্বিনেশন খুঁজে পেয়েছে তারা। এশিয়া কাপে আস্থার প্রতিদান দেওয়া এই জুটির ওপরই আফগানরা ভরসা করবে বিশ্বকাপে।

রহমানুল্লাহ গুরবাজ
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ১৮
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ২৫.৮৭ / ১৩৮.৪৬
শেষ ৫ ইনিংস: ০, ১৭, ৮৪, ১১, ৪০

হজরতউল্লাহ জাজাই
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ২১
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ৩২ / ১৩৮.৯২
শেষ ৫ ইনিংস: ০, ২১, ১৩, ২৩, ৩৭*

৭. ইংল্যান্ড

দলীয় অধিনায়ক জস বাটলার পাকিস্তানের বিপক্ষে সিরিজে ছিলেন না দলে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ফিরেই খেলেছেন বিধ্বংসী ইনিংস। বিধ্বংসী ফর্মে আছেন আরেক ওপেনার অ্যালেক্স হেলসও। এছাড়া ফিল সল্টও হতে পারেন বিকল্প।

জস বাটলার
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ২৬
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ৩২.৭৫ / ১৪২.৫৭
শেষ ৫ ইনিংস: ২৯, ২২, ১৮, ৪, ৬৮

অ্যালেক্স হেলস
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ১৬৬
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ৩০.০৬ / ১৩৬.৯৮
শেষ ৫ ইনিংস: ২৭, ১, ৫, ২৬, ৮৪

৮. দক্ষিণ আফ্রিকা

কনুইয়ের ইনজুরি থেকে ফিরে কুইন্টন ডি ককের সঙ্গে জুটি বাঁধতে প্রস্তুত অধিনায়ক টেম্বা বাভুমা। অবশ্য দক্ষিণ আফ্রিকা ওপেনিংয়ে খেলাতে পারে ইনফর্ম রেজা হেন্ড্রিকসকেও।

ওপেনিংয়ে ঝড় তুলতে ডি ককের দারুণ বিধ্বংসী স্ট্রোকপ্লের দিকেই তাকিয়ে থাকবে দল। ইনজুরির আগে বাভুমার হতাশাজনক ফর্ম অবশ্য দুশ্চিন্তার কারণ হতে পারে তাদের।

কুইন্টন ডি কক
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ১২
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ৩২.২৫ / ১৩৪.১২
শেষ ৫ ইনিংস: ৬৮, ৬৯*, ১, ৭, ৭

টেম্বা বাভুমা
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ৮৯
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ২৩.৫৪ / ১১৬.৪৯
শেষ ৫ ইনিংস: ৩, ০, ০, ৮*, ৮

৯. আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনিংসের গোড়াপত্তন করবেন পল স্টার্লিং ও অ্যান্ডি বালবার্নি। বিশ্বকাপের আগে স্টার্লিংয়ের ফর্ম আয়ারল্যান্ডের কপালে দুশ্চিন্তার ভাঁজ বাড়াচ্ছে।

পল স্টার্লিং
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ২৭
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ২৮.৬৭ / ১৩৪.৮৪
শেষ ৫ ইনিংস: ১৬, ২০, ০, ৪, ৩১

অ্যান্ডি বালবার্নি
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ৪৯
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ২৩.৩৩ / ১২৬
শেষ ৫ ইনিংস: ৯, ১৫, ১, ৪৬, ৫১

১০. সংযুক্ত আরব আমিরাত

আমিরাতের দুই ওপেনার মোহাম্মদ ওয়াসিম ও চিরাগ সুরির সামনে সুযোগ বিশ্বকাপে নিজেদের প্রতিভার পরিচয় দেওয়ার।

মোহাম্মদ ওয়াসিম
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ৯
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ৪০.৬২ / ১৫২.৫৮
শেষ ৫ ইনিংস: ১৮, ১৫, ১৮, ৫৮, ৩৫

চিরাগ সুরি
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ৭৭
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ৩০.৪২ / ১১৮.২৩
শেষ ৫ ইনিংস: ৫, ৩৯, ৪, ০, ৮৮

১১. ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং সামলানোর ভার থাকছে ব্রেন্ডন কিং ও কাইল মেয়ার্সের ওপর। প্রথম বল থেকেই বোলারদের ওপর চড়াও হওয়ার ক্ষমতা রাখেন কিং। খুন করে ফেলতে পারেন যে কোন বোলিং অ্যাটাক। আর কাইল মেয়ার্সের পরিচয় ঠাণ্ডা মাথার খুনি হিসেবে। এছাড়া এভিন লুইস থাকছেন বিকল্প হিসেবে। বিশ্বকাপে অপেক্ষাকৃত ধ্বংসাত্মক জুটিকেই বেছে নেবে ক্যারিবিয়ানরা।

ব্রেন্ডন কিং
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ১৯
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ২৪.৬৯ / ১২৭.১২
শেষ ৫ ইনিংস: ১২, ৫৩, ১৩, ২০, ৬৮

কাইল মেয়ার্স
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ৭৬
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ২৪.৫৩ / ১৩০.৯৬
শেষ ৫ ইনিংস: ৩৯, ৪, ১, ১৪, ৭৩

১২. স্কটল্যান্ড

সাবেক অধিনায়ক কাইল কোয়েতজারের অবসরের পর থেকেই ওপেনার জর্জ মানসি নতুন একজন ওপেনিং পার্টনার খুঁজছেন। তবে বেশিরাভাগ সময় ক্যালাম ম্যাকলয়েড তার সঙ্গে ওপেনিং করে থাকেন।

বিশ্বকাপের প্রথম পর্বে তাদের সামনে সুযোগ নিজেদের জুটিকে গুছিয়ে নেওয়ার। তবে প্রয়োজন পড়লে ম্যাথিউ ক্রসও নামতে পারেন ওপেনিংয়ে।

জর্জ মানসি
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ২৫
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ২৭.৪৩ / ১৪৪.৭২
শেষ ৫ ইনিংস: ১৯, ২৮, ১৭, ২৪, ২২

ক্যালাম ম্যাকলয়েড
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ৭৮
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ২৪.২৮ / ১১১
শেষ ৫ ইনিংস: ৩৩, ১৬, ১২, ০, ০

১৩. জিম্বাবুয়ে

২০২১ এর বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়া জিম্বাবুয়ে আছে বেশ ফর্মে। ক্রেইগ আরভিন ও রেজিস চাকাভা মিলে ওপেনিংয়ে বেশ নির্ভরতা দিচ্ছেন দলকে। অধিনায়ক আরভিন দ্রুত রান করতে পারলেও খেলেন একটু ধীরস্থিরভাবে। তবে ব্যাট হাতে প্রতিপক্ষকে আক্রমণের দায়িত্বটা নিতে পারেন উইকেটরক্ষক-ব্যাটার চাকাভা।

ক্রেইগ আরভিন
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ৯৪
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ২২.৬৬ / ১০৭.৫৯
শেষ ৫ ইনিংস: ২৪, ১, ২১, ১০, ৩৮

রেজিস চাকাভা
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ১০২
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ১৬.৩৩ / ১২৯.২০
শেষ ৫ ইনিংস: ১৭, ০, ৮, ২৭, ৩০

১৪. নেদারল্যান্ড

উড়ন্ত সূচনার জন্য নেদারল্যান্ডের ভরসা ম্যাক্স ও’ডাউড-স্টেফান মাইবার্গ জুটি। ঝড় তোলার জন্য অবশ্য ও’ডাউডের ওপরই বেশি ভরসা থাকবে তাদের। বিশ্বের সেরা বোলিং অ্যাটাকের বিপক্ষে কেমন করেন তিনি তারও একটা পরীক্ষা হয়ে যাবে। অন্যদিকে ৩৮ বছর বয়সী মাইবার্গ হয়ত শেষবারের মতো খেলতে নামবেন বিশ্বকাপের মঞ্চে।

ম্যাক্স ও’ডাউড
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ৪৭
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ২৯.২৮ / ১২৪.০৩
শেষ ৫ ইনিংস: ৬, ২, ১২, ১৬, ৭৩

স্টেফান মাইবার্গ
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ১৪৯
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ২২.১৫ / ১১৫.০৪
শেষ ৫ ইনিংস: ২৪, ৫, ২২, ০, ০

১৫. বাংলাদেশ

বিশ্বকাপের আগে ওপেনিং নিয়ে সবচেয়ে বেশি এক্সপেরিমেন্ট চালিয়েছে বাংলাদেশ দলই। তামিম ইকবালের অবসরের পর লিটন দাস ছাড়া কেউই থিতু হতে পারেনি এই পজিশনে। তবে সম্প্রতি লিটন দাসকে ওপেনিং থেকে সরিয়ে খেলানো হচ্ছে তিন কিংবা চার নম্বরে। আর ওপেনার হিসেবে দলে ফিরেছেন সাব্বির রহমান। তার সঙ্গে ওপেন করছেন মেহেদী হাসান মিরাজ।

তবে ত্রিদেশীয় সিরিজে সবশেষ ম্যাচে ফ্লপ সাব্বিরের জায়গায় খেলেছেন নাজমুল হাসান শান্ত। বিশ্বকাপেও তাকে দেখা যেতে পারে মিরাজের সঙ্গে ওপেন করতে। তবে আইসিসি বিশ্লেষণে সাব্বিরকেই রেখেছে মিরাজের সঙ্গে।

মেহেদী হাসান মিরাজ
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ১৫১
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ১৫.৮৩ / ১২১.০১
শেষ ৫ ইনিংস: ৪৬, ১২, ৩৮, ১৯, ৮

সাব্বির রহমান
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: ৫৮৯
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ২৩.৪৮ / ১২০.২২
শেষ ৫ ইনিংস: ১২, ০, ৫, ১, ২৪

১৬. নামিবিয়া

নামিবিয়া হয়তো অনভিজ্ঞ দুই ওপেনার ডিভান লা কক ও মাইকেল ফন লিনজেনের দিকেই তাকিয়ে থাকবে পাওয়ার প্লের জন্য।

ডিভান লা কক
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: নাই
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ২৯.৬৬ / ১২১.৯১
শেষ ৫ ইনিংস: ১৪, ৯, ৬৬

মাইকেল ফন লিনজেন
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং: নাই
ক্যারিয়ার গড় / স্ট্রাইক রেট: ১৯.২৯ / ১০৪.৬৫
শেষ ৫ ইনিংস: ১২, ৫১, ১৪, ২৫, ৪

একুশে বিডি ডটকম এর জন্য সারাদেশে সংবাদ দাতা নিয়োগ চলছে
যোগাযোগঃ- 01773411136,01778927878 ekusheybd2021@gmail.com

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

Salat Times

    Dhaka, Bangladesh
    Tuesday, 22nd April, 2025
    SalatTime
    Fajr4:12 AM
    Sunrise5:31 AM
    Zuhr11:57 AM
    Asr3:24 PM
    Magrib6:23 PM
    Isha7:42 PM
© All rights reserved © 2019 ekusheybd.com
Theme Customized BY mrhostbd.com
themesba-lates1749691102