ফেনীতে দুই হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ শহীদ নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
সোমবার (১০ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকা থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আটক শহীদ কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের খালেদ হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে মহাসড়কের লালপোল এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হয়। এসময় শহীদের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ থেকে বিশেষ কায়দায় রাখা ১০টি প্যাকেট থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. মিজানুর রহমান শরীফ জানান, লালপোল থেকে ইয়াবাসহ আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে ডিএনসির এসআই গোপাল কৃষ্ণ দাশ বাদী হয়ে মামলা করে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.নিজাম উদ্দিন বলেন, আসামিকে মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে আলামতসহ আদালতে পাঠানো হয়েছে।