আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ
বিএনপির চলমান আন্দোলন কর্মসূচির পাশাপাশি রাজপথে সভা সমাবেশ করছে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন। এরমধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের বক্তব্য, ‘আগামী ১০ ডিসেম্বরের পর ক্ষমতাসীনদের কথায় চলবে না দেশ। খালেদা জিয়ার কথায় চলবে দেশ’–এমন বক্তব্যকে হাস্যকর বলে উড়িয়ে দিচ্ছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, ‘এর আগেও আন্দোলনের আস্ফালন সফল হয়নি বিএনপির। এসব বক্তব্যে মাঠ গরমের চেষ্টা করছে বিএনপি। কিন্তু এগুলোকে গুরুত্ব দেয়ার কিছু নেই।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেন, ‘১০ ডিসেম্বর কী হবে? বিএনপি নেতারা কোন বছরের ১০ ডিসেম্বরের কথা বলেছেন জানা নেই।’
আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দেশের আইনশৃঙ্খলার অবনতি ঘটানোই হলো বিএনপির একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য তারা নানান গল্প, রচনা, রম্য রচনা করতেই পারেন!’
বিএনপি এমপিদের পদত্যাগের সিদ্ধান্ত প্রসঙ্গে আওয়ামী লীগ নেতারা বলেন, সংসদে কারা থাকবে আর থাকবে না সেটা তাদের নিজেদের ব্যাপার। তবে আন্দোলনের নামে সহিংসতা হলে ব্যবস্থা নেবে প্রশাসন।
হানিফ বলেন, ‘সংসদে কে থাকবে আর কে থাকবে না, সেটা ওই সদস্যরাই বিবেচনা করবেন। তাদের বাকি কর্মসূচিকে গুরুত্ব দেয়ার কোনো যুক্তি নেই।’
নাছিম বলেন, ‘বিএনপি কী করতে চায়, সেটাও তারা জানেন না। ভবিষ্যতে তারা কোথায় যাবেন, সেটাও তারা জানেন না। এই ধরনের অনিশ্চয়তার মধ্যেই তাদের পদযাত্রা।’
নির্বাচন ইস্যুতে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই বলেও জানান আওয়ামী লীগ নেতারা।