রাজধানীর কোতয়ালী থানা এলাকা থেকে ৫৩ হাজার ৫০০ পিস নিষিদ্ধ বিদেশি ওষুধসহ কালোবাজারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১০ অক্টোবর) রাজধানীর কোতয়ালীর ইসলামপুর মেডিসিন মার্কেটে অভিযান চালায় র্যাব-১০। এ সময় বিক্রয়নিষিদ্ধ বিদেশি ওষুধসহ কালোবাজারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। তার নাম মো. জামাল উদ্দীন সজীব (৩২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তি একজন পেশাদার ওষুধ কালোবাজারী চক্রের সক্রিয় সদস্য। তিনি বেশ কিছুদিন যাবত অবৈধভাবে বিক্রয়নিষিদ্ধ বিভিন্ন বিদেশী কোম্পানির ওষুধ কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে কোতয়ালীসহ ঢাকা শহরের বিভিন্ন ওষুধের দোকানে সরবরাহ করে আসছিল।
সজীবের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।