ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনে ফেরেশতা বসিয়ে দিলেও নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারের পদত্যাগ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাগরিক আন্দোলন আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এই সরকারকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। নির্বাচন কমিশনের ত্রুটি ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে। সীমাহীন অনিয়মের ফলে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন বন্ধ করতে বাধ্য হয়েছে। নির্বাচন কমিশনের উচিত আদালতে গিয়ে নির্দেশনা চাওয়া। এছাড়া কোনো পথ নেই।
তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্বাচনেও জোরপূর্বক ফল ছিনতাই করে নিজেদের প্রার্থী নির্বাচিত ঘোষণা করেছে আওয়ামী লীগ। দেশে এখন সব নির্বাচন নির্বাসনে পাঠানো হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, সম্মিলিত আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। একইসেঙ্গে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। তখনই তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পথ সুগম হবে।
সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও মোফজ্জল হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, তাঁতি দলের কাজী মনিরুজ্জামান, ছাত্রদলের সাবেক নেতা জহিরউদ্দিন তুহিন প্রমুখ।