ছবি : সংগৃহীত
রাজধানীর গুলশান-১ নম্বরের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে ওবায়দুল হক (৭২) ও তার স্ত্রী জাহানারা বেগম (৭১) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) গুলশান থানার ওসি ফরমান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি ফরমান আলী বলেন, বুধবার মধ্যরাতে গুলশান-১ এর ৭ নম্বর রোডের ৬ তলা বাড়ির ৫ম তলায় আগুন লাগে। ওই ফ্লাটের বেডরুমে থাকা স্বামী-স্ত্রী ধোঁয়ায় অসুস্থ হলে তাদের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তাদের মৃত্যু হয়।
তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ ২টি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।