আটক অস্ত্র তৈরির কারিগর।
যশোরের আরএন রোড রাঙ্গামাটি গ্যারেজ এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে সেখান থেকে অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধারের পাশাপাশি কারখানার তিন কর্মচারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-যশোর সদর উপজেলার বাহাদুরপুর মধ্যপাড়া গ্রামের আহমদ আলীর ছেলে কুদ্দুস আলী (৩০), বাহাদুরপুর জেস গার্ডেন পার্ক এলাকার ফারুক হোসেনের ছেলে সুমন হোসেন (২৫) ও যশোর শহরের বেজপাড়া আকবরের মোড় এলাকার এলাহী বক্সের ছেলে আব্দুল আজিজ (৪৪)।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শহরের আরএন রোড রাঙ্গামাটি গ্যারেজ এলাকার নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অস্ত্র তৈরি করা হয়। এরপর ডিবির একটি টিম বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ওই ওয়ার্কশপে অভিযান চালায়। এসময় তিনজনকে আটক করা হয়।
ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শ্যুটার গান, তিনটি নাইনএমএম পিস্তল, ৮টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরির সাথে যুক্ত। চক্রটির অন্য সদস্যদের ধরতে কাজ করছে ডিবি পুলিশ। বৃহস্পতিবারের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।