ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা–কর্মীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৪ অক্টোবর) রাত পৌনে নয়টার দিকে ময়মনসিংহ শহরের টাউন হল এলাকায় বিএনপির সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। হামলায় তিনজন আহত হয়েছেন বলে স্থানীয় বিএনপির একটি সূত্র দাবি করেছে।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ বলেন, রাত পৌনে নয়টার দিকে টাউন হল এলাকায় বিএনপির নেতা–কর্মীদের ওপর হামলা করেন ছাত্রলীগ ও যুবলীগ নেতা–কর্মীরা।
এদিকে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নওশেল আহমেদ দাবি করেন, ছাত্রলীগ কোনো হামলা করেনি। এ বিষয়ে কথা বলতে জেলা যুবলীগের সভাপতি আজহারুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি ধরেননি।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এবং জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৫ অক্টোবর) ময়মনসিংহে এ বিভাগীয় সমাবেশ হবে।
শনিবার সমাবেশে আসার পথে বাধা দেওয়া হতে পারে আশঙ্কা করে শুক্রবার (১৪ অক্টোবর) রাত থেকেই বিএনপির শত শত নেতা-কর্মী ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অবস্থান নিয়েছেন।