সাবেক ছাত্রদল নেতা মফিজুর রহমান আশিক
সাবেক ছাত্রদল নেতা মফিজুর রহমান আশিককে পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে বাসার নিচ থেকে তাকে তুলে নেওয়া দাবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর।
আশিককে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন রিজভী।
আশিকের ছোট ভাই হিরু রহমান জানান, শুক্রবার মাগরিবের পর আশিককে ফোন দিলে তার নম্বর বন্ধ পাওয়া যায়। পরে বাসার পাশের লোকজন জানায়, পুলিশ পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়।
আশিক ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক এবং পাঠাগার সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে ব্যবসার সঙ্গে যুক্ত এবং বিদেশে পড়াশোনা করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।